রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন সুবিধা আমাদের সাধারণ মানুষের জন্য করে দিল যে জব কার্ডের স্ট্যাটাস আমরা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবো, বিস্তারিত বিবরণ জানতে নিচের বিবৃতি গুলোর step-by-step পড়ুন এখন ঘরে বসেই আপনি আপনার জব কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। Online Status Check Job Card...
যারা নতুন করে জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের জব কার্ড গুলি রিজেক্ট বাসেটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা অনলাইনে চেক করবেন,
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act...
- এরপর পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম চলে আসবে নির্দিষ্ট জেলা বসাতে হবে জেলার নাম টি সিলেক্ট করে আপনার কাছে ব্লক চলে আসবে নির্দিষ্ট ব্লক ক্লিক করতে হবে....
- ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আপনার সামনে সেই ব্লকের অধীনে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে সে গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে আপনি আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের নাম টি সিলেক্ট করবেন,
- পঞ্চায়েত টি সিলেক্ট হয়ে গেলে আপনার পঞ্চায়েতের অধীনে যে সমস্ত আবেদনকারীরা জব কার্ডের জন্য আবেদন করেছে তাদের নাম চলে আসবে এবং যে তারিখে আবেদন করেছিলেন সেই তারিখটা আপনারা দেখতে পাবেন।
কোন মন্তব্য নেই: