রাজ্যের বিভিন্ন জেলায় বেশকিছু গুরুত্বপূর্ণ পদে নার্স নিয়োগ Nurse Recruitment District Child Protection Unit 2021...

Nurse Recruitment At Jalpaiguri District Child Protection Unit 2021

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডিএম অফিসের তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জেলা চাইল্ড প্রটেকশন ইউনিটের অধীনে প্রার্থী নিয়োগ করা হবে উৎসাহী প্রার্থীরা রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। কি কি পদে আবেদন করা হবে তার বিস্তারিত বিবরণ নিচের বিবৃতিতে দেয়া হলো.....

Nurse Recruitment At Jalpaiguriবিস্তারিত পদ এবং তার বিস্তারিত বিবরণ :

  • পদের নাম - নার্স ( মহিলা)
  • মোট শূন্যপদ - 1 টি
  • বয়স - আবেদনকারীর বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর বয়স 13/12/2021 পর্যন্ত হিসাব করতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং নার্সিং ডিপ্লোমা বা জিএনএম নার্সিং করা থাকতে হবে। আবেদনকারীকে কমপক্ষে কাজের দু বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন তবেই সেই আবেদনকারী অগ্রাধিকার পাবেন।
  • বেতন - মাসিক বেতন 12,00/- টাকা 

  • পদের নাম - ডাক্তার ( পুরুষ /মহিলা)
  • মোট শূন্যপদ - 1 টি
  • বয়স - আবেদনকারীর বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর বয়স 13/12/2021 পর্যন্ত হিসাব করতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা - ভারতবর্ষ বা রাজ্যের যেকোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। 
  • বেতন - মাসিক বেতন 7,500/- টাকা 

  • পদের নাম - আয়া (মহিলা)
  • মোট শূন্যপদ - 2 টি (SC - 1, OBC - 1)
  • বয়স - আবেদনকারীর বয়স 21 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর বয়স 13/12/2021 পর্যন্ত হিসাব করতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীর রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই হবে এবং সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। 
  • বেতন - মাসিক বেতন 12,000/- টাকা 

Nurse Recruitment At Jalpaiguri District Child Protection Unit 2021 আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি বিস্তারিত বিবরণ :


আবেদন পদ্ধতি - সম্পূর্ণ আবেদনটি অফলাইনে এর মাধ্যমে হবে। আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম টি ডাউনলোড করে সেটিকে ফিলাপ করে এবং উপযুক্ত ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিস অথবা ড্রপবক্সে গিয়ে জমা করতে হবে।

আবেদন ফি - এটিতে আবেদন করার জন্য আবেদনকারীর কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। 
নিয়োগ পদ্ধতি - প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনপত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা - District Child Protection Unit, Collectorate Building, Jalpaiguri

আবেদনের শেষ তারিখ - 03/12/2021 পর্যন্ত

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.