প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের আবেদন New Scholarship For Handicapped Students

Scholarship details of Mass Education Extension Directorate for students with disabilities(Class IX and onwards) : পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ এর তরফ থেকে 2021-2022 শিক্ষাবর্ষে বিভিন্ন প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য স্কলার্শিপ এর আবেদনপত্র জমা করা হচ্ছে। যে সমস্ত দৃষ্টিহীন প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা স্কলার্শিপ এ আবেদন করতে পারবে।

West Bengal Handicapped Students Scholarship


স্কলার্শিপ আবেদন করার বেশ কিছু শর্তাবলী -

1. আবেদনকারীর প্রতিবন্ধী শংসাপত্র থাকতে হবে।

2. পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে।

3. আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।

4. যেসমস্ত ছাত্রছাত্রীরা 40% নাম্বার পেয়েছেন তারাই আবেদন করতে পারবেন ।

5. রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রদত্ত কোন স্কলারশিপ যদি ছাত্রছাত্রীরা পেয়ে থাকে তাহলে এই স্কলারশিপের আবেদন করা যাবে না।

General Instruction for West Bengal Handicapped Students Scholarship





আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে ছাত্র-ছাত্রীদের অফলাইনের মাধ্যমে। আবেদনপত্রটি সম্পূর্ণভাবে ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ - 15/12/2021 পর্যন্ত।




Scholarship Application Form Download Link নিচে দেওয়া হল :-


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.