কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পদ্ধতি ও স্ট্যাটাস চেক করুন অনলাইনে


কেন্দ্র সরকারের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে তার স্ট্যাটাস অনলাইনে কিভাবে চেক করবেন তার বিস্তারিত বিবরণ আজ বিবৃতিতে আলোচনা করব। 
রাজ্য সরকার কৃষকদের জন্য যে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন সেখানে কৃষকেরা বছরে 10 হাজার টাকা করে পাবে দুই কিস্তিতে 5000 ও 5000 টাকা করে এই টাকাটি দেওয়া হবে। 
রবি মরশুম ও খারিফ মরশুমে কৃষক বন্ধু টাকা পাঠানো হয় ন্যূনতম 4000 টাকা ও সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত একটি কৃষক পায়। এক একর জমি থাকলে 10000 টাকা ও কম থাকলে হিসাব করে বিবেচনা করে টাকা দেয়া হয়।
ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে ডিসেম্বর মাস থেকে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের এখন আর চেক দেওয়া হয় না, তাই টাকাটি কৃষকদের সরাসরি একাউন্টেই পাঠানো হচ্ছে।

কৃষক বন্ধু প্রকল্পের আবেদন এর জন্য উপযুক্ত ডকুমেন্টস -
1. জমির কাগজ 
2.অ্যাকাউন্ট নাম্বার 
3.ভোটার কার্ড 
4. আধার কার্ড 
5. রেশন কার্ড

কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পদ্ধতি -
1. দুয়ারের সরকারের ক্যাম্পে ফ্রম সংঘ করে সেটিকে ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্টস জমা করতে হতো।
2. এছাড়াও নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য এবং সেখান থেকেই সংগ্রহ করতে হবে।

কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক - কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষক আবেদন করেছেন তারা তাদের নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন Krishak Bandhu Website এ গিয়ে নিম্নলিখিত কৃষকদের তথ্যের ক্লিক করতে হবে। তারপর ভোটার কার্ডের নাম্বার বসিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। 

Official Website - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.