রাজ্য স্বাস্থ্য দপ্তরে Group - C পদে কর্মী নিয়োগ Office of the Chief Medical Officer of Health Recruitment 2021..
Office of the Chief Medical Officer of Health Recruitment 2021
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে বেশকিছু Group - C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্যের নদীয়া জেলার অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি টি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এটি একটি চাকরি প্রার্থীদের জন্য আনন্দের খবর। যেসব পদে আবেদন করা হবে তার বিস্তারিত বিবরণ নিচের বিবৃতিতে দেয়া হলো-
Office of the Chief Medical Officer of Health Recruitment 2021.. নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি ও বিভিন্ন পদের নাম -
পদের নাম - হসপিটাল এটেনডেন্ট
মোট শূন্যপদ - 2 টি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়স - আবেদনকারীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন - 10,000 /- টাকা
পদের নাম - ল্যাব টেকনিশিয়ান
মোট শূন্যপদ - 2 টি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা /রসায়ন বিদ্যা/ জীব বিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা মেডিকেল টেকনোলজি (DMLT) / ল্যাবরটরি টেকনিক (DLT) নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন - 22,000 /- টাকা
পদের নাম - টেকনিক্যাল সুপারভাইজার, ব্লাড সার্ভিস(NHM), BCSU
মোট শূন্যপদ - 1 টি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা /রসায়ন বিদ্যা/ জীব বিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা মেডিকেল টেকনোলজি (DMLT) / ল্যাবরটরি টেকনিক (DLT) নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। MLT/PGDMLT/BMLT/DMLT/DLT নিয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন - 22,000 /- টাকা
পদের নাম - ল্যাব টেকনিশিয়ান
মোট শূন্যপদ - 1 টি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা /রসায়ন বিদ্যা/ জীব বিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা মেডিকেল টেকনোলজি (DMLT) / ল্যাবরটরি টেকনিক (DLT) নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। MLT/PGDMLT/BMLT/DMLT/DLT নিয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন - 22,000 /- টাকা
পদের নাম - GNM ( থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম)
মোট শূন্যপদ - 2 টি
শিক্ষাগত যোগ্যতা - যে কোন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে জিএনএম কোর্স করা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
বেতন - 25,000 টাকা
Office of the Chief Medical Officer of Health Recruitment 2021.. নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি আবেদনপত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা -
আবেদন পদ্ধতি - সম্পূর্ণ আবেদনটি অফলাইনে এর মাধ্যমে হবে । আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্রের ডাউনলোড করে, সেটি সম্পূর্ণ ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে খামে করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট করে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা - The Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health And Family Welfare Samity, 5, D. L Roy Road, PO - Krishnanagar, District - Nadia, Pin - 741101
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ - 31/12/2021 পর্যন্ত।
Official Notice - Download Now
Official Website - Visit Now
কোন মন্তব্য নেই: