রাজ্যে Group - C পদে ক্লার্ক নিয়োগ Institute Of Hotel Management Catering Technology & Applied Nutrition Recruitment

রাজ্যে Group - C পদে বিভিন্ন কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কলকাতার ক্যাটারিং টেকনোলজি এন্ড নিউট্রেশন প্রতিষ্ঠান অধীনে। নিয়োগ করা হবে ইনস্টিটিউট অফ ক্যাটারিং টেকনোলজি এন্ড নিউট্রিশন। উৎসাহী প্রার্থীরা ভারত বর্ষ তথা রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই সব পদে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি ও তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল।Institute Of Hotel Management Catering Technology & Applied Nutrition. 


পদের নাম - লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
মোট শূন্যপদ - 4 টি।(UR - 2, UR(PH) - 1, OBC - 1)
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্য তথা ভারতবর্ষের যেকোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে কম্পিউটারে দক্ষ হতে হবে টাইপিং স্পিড মিনিটে 40 হতে হবে এবং কম্পিউটারে MS - Word, MS - Excel এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি টাইপিং জানা থাকলে ভালো। 
বয়স - আবেদনকারীর বয়স 01/01/2022 পর্যন্ত হিসাব করতে হবে। আবেদনকারীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে। 
মাসিক বেতন - 19,900/-টাকা থেকে 63,200/- টাকা 



পদের নাম - অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর। 

মোট শূন্যপদ - 8 টি।(UR - 4, EWS - 1, OBC - 1,ST - 1) 

শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে হসপিটালিটি ট্যুরিজম নিয়ে স্নাতকোত্তর বা MBA করা থাকতে হবে, হোটেল অ্যাডমিনিস্ট্রেশন/ হসপিটালিটি ম্যানেজমেন্ট/ হোটেল ম্যানেজমেন্ট /হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন/ কুলিনারি আর্টস /কুলিনারি সাইন্স এ 55% নম্বর নিয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।PHD বা হোটেলে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বয়স - আবেদনকারীর বয়স 01/01/2022 পর্যন্ত হিসাব করতে হবে। আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।

মাসিক বেতন - 35,400/-টাকা থেকে 1,12, 400/- টাকা ।



পদের নাম - হিন্দি ট্রান্সলেটর

মোট শূন্যপদ - 1 টি

শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্য তথা ভারতবর্ষের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হতে হবে অথবা ইংরেজি সঙ্গে নিয়ে হিন্দিতে স্নাতক হতে হবে। রাজ্য অথবা কেন্দ্র সরকারের যে কোনো সরকারি বা বেসরকারি অফিস থেকে হিন্দি ট্রান্সলেট আর এর নূন্যতম 2 বছরের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারী টাইপিং স্পিড হিন্দিতে মিনিটে 35 হতে হবে।

বয়স - আবেদনকারীর বয়স 01/01/2022 পর্যন্ত হিসাব করতে হবে। আবেদনকারীর বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।

মাসিক বেতন - 25,000/-টাকা

কাজের সময় - হিন্দি ট্রান্সলেটর দের ক্ষেত্রে কাজের সময় সকাল 9 টা থেকে বিকাল 5.30 মিনিট পর্যন্ত।

Institute Of Hotel Management Catering Technology & Applied Nutrition নোটিশ অনুযায়ী
আবেদন পদ্ধতি - সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন, সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি সাবমিট করতে হবে। অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে সেগুলো  সাবমিট করতে হবে।

আবেদন ফি - এই সব পদগুলিতে আবেদনের জন্য আবেদন ফি 500 টাকা করে ধার্য করা হয়েছে। Name Of The Bank A/c - INS OF HOTEL MAN CAT TEC & APP NUT (CAL) S, Name Of The Bank - HDFC, New Alipore Branch, A/c No - 50100189547716, IFSC CODE - HDFC0000040, এই অ্যাকাউন্টটিতে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ - আবেদনটি পাবলিশার 20 দিনের মধ্যে আবেদন করতে হবে।

Institute Of Hotel Management Catering Technology & Applied Nutrition  নিয়োগ পদ্ধতি - নিয়োগ টি সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে হবে। পার্সোনাল ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা ও স্ক্রিন টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। 

Official Notice - Download Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.