রাজ্যের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে Group - Cকর্মী নিয়োগ Group - C Recruitment At Kalyani Aiims 2021

রাজ্যে নতুন করে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চাকরিপ্রার্থীরা রাজ্যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে, কল্যাণী এমস এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি, বিস্তারিত জানতে নিচের বিবৃতিটি পড়ুন...... 
Group - C Recruitment At Kalyani Aiims 2021
বিস্তারিত পদের নাম এবং আবেদন পদ্ধতি…. 

পদের নাম  - স্টোর ক্লার্ক
মোট শূন্যপদ - 3 টি 
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত কোন বোর্ড থেকে প্রার্থীকে স্নাতকোত্তর হতে হবে এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে। 
বয়স সীমা - আবেদনকারীকে 30 বছরের মধ্যে হতে হবে। 
মাসিক বেতন - 23,100 /- টাকা 

পদের নাম  - ফার্মাসিস্ট
মোট শূন্যপদ - 2 টি 
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত কোন বোর্ড থেকে প্রার্থীকে ফার্মাসিতে ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে। কোন drug-store বা ফার্মাসি দোকানের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়স সীমা - আবেদনকারীকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 
মাসিক বেতন - 26,100 /- টাকা 

পদের নাম(Upper Division Clerk) - ডাটা এন্ট্রি অপারেটর (DEO) 
মোট শূন্যপদ - 36 টি 
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত কোন বোর্ড থেকে প্রার্থীকে উচ্চ মধ্যমিক পাস হলেই হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে মিনিটে 35, ইংলিশ হিন্দি দুটোই জানা থাকতে হবে। 
বয়স সীমা - আবেদনকারীকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 
মাসিক বেতন - 24, 800/- টাকা 

পদের নাম  - গ্যাস স্টেয়ার্ড
মোট শূন্যপদ - 1 টি 
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত কোন বোর্ড ভোর থেকে প্রার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে 7 বছরের মেডিকেল গ্যাস পাইপলাইনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আইটিআই করা থাকতে হবে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সঙ্গে 5 বছরের মেকানিক্যাল গ্যাস পাইপলাইনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়স সীমা - আবেদনকারীকে 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 
মাসিক বেতন - 26,100 /- টাকা 


পদের নাম  - মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান
মোট শূন্যপদ - 2 টি 
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত কোন বোর্ড থেকে প্রার্থীকে সায়েন্স বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে রাজ্যের স্বীকৃত কোন মেডিকেল বোর্ড থেকে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে ন্যূনতম 6 মাসের। এছাড়াও মেডিকেল রেকর্ডে কোন হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়স সীমা - আবেদনকারীকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 
মাসিক বেতন - 24, 800 /- টাকা 

পদের নাম  - ল্যাবরেটরী টেকনিশিয়ান
মোট শূন্যপদ - 33 টি 
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত কোন বোর্ড থেকে প্রার্থীকে সায়েন্স বিভাগ নিয়ে ডিগ্রী কোর্স করা থাকতে হবে অথবা ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান(DMLT) কোর্স করা থাকতে হবে। কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোন ল্যাবরেটরি তে। 
বয়স সীমা - আবেদনকারীকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 
মাসিক বেতন - 26,100 /- টাকা 

পদের নাম  - লাইব্রেরিয়ান ( Grade III) 
মোট শূন্যপদ - 3 টি 
শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত কোন বোর্ড থেকে প্রার্থীকে বিএসসি ডিগ্রি থাকতে হবে অথবা লাইব্রেরী সাইন্স ডিগ্রী থাকতে হবে। কোন লাইব্রেরীতে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড মিনিট 30 থেকে 35 হলে ভালো হয়। 
বয়স সীমা - আবেদনকারীকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 
মাসিক বেতন - 43,900 /- টাকা 

Group - C Recruitment At Kalyani Aiims 2021 নোটিশ অনুযায়ী আবেদন ফি ও আবেদন পদ্ধতি :

আবেদন পদ্ধতি - সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে উপযুক্ত ওয়েবসাইটে গিয়ে ডিটেলস দিয়ে ফিলাপ করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে দিয়ে সাবমিশন করতে হবে। 

আবেদন ফি - আবেদন ফি জেনারেল আবেদনকারীদের জন্য 750 /- টাকা এবং SC/ST/OBC দের জন্য 450 /- টাকা ধার্য হয়েছে। 

আবেদনের শেষ তারিখ - 09/12/2021 থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন এবং এর শেষ তারিখ আবেদন করার জন্য 18/12/2021 পর্যন্ত।

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.