রাজ্যের খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, কোনো অ্যাপ্লিকেশন ফি ছাড়াই Food & Supplies Section DEO Recruitment Government Of West Bengal 2021
Food & Supplies Section DEO Recruitment Government Of West Bengal 2021
পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তর এর পক্ষ থেকে ডাটা এন্ট্রি পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দক্ষিণ দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য আবেদন পদ্ধতি ও বিস্তারিত বিবরণ নিচে দেয়া হল -
পদের নাম - ডাটা এন্ট্রি অপারেটর ( DEO)
মোট শূন্যপদ সংখ্যা - 13 টি
বয়স - ( 01/01/ 2021 অনুযায়ী বয়স হিসাব করতে হবে)। প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের স্বীকৃত গণভোট থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং কম্পিউটারের এমএস অফিসে দক্ষ হতে হবে এবং টাইপিং স্পিড মিনিটে 30 হতে হবে ও কম্পিউটারের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
মাসিক বেতন - 13, 000/- টাকা প্রতি মাসে
Food & Supplies Section DEO Recruitment Government Of West Bengal 2021 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি :
আবেদন পদ্ধতি - আবেদন ফরম থেকে ডাউনলোড করে সেটিকে ফিলাপ করে নির্ধারিত ই-মেইলের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সঙ্গে প্রার্থীদের সব ডকুমেন্টস পিডিএফ আকারে পাঠাতে হবে। deofsdd2021@gmail.com এই ইমেইলের মাধ্যমে ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি - এটিতে আবেদনের জন্য কোনরকম ফি নেয়া হবে না।
নিম্নলিখিত যা যা ডকুমেন্টস লাগবে তার বিবরণ -
1. প্রার্থীর মাধ্যমিকের এডমিট কার্ড
2. ভোটার কার্ড / আধার কার্ড
3. পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট
3. কম্পিউটার সার্টিফিকেট
Food & Supplies Section DEO Recruitment Government Of West Bengal 2021 নিয়োগ পদ্ধতি -
প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে, তারপর একটি কম্পিউটার টেস্ট নেয়া হবে এবং অবশেষে ভাইভার মাধ্যমে নিয়োগ পর্ব শেষ করা হবে। দক্ষিণ দিনাজপুর জেলা তে নিয়োগ করা হবে।
**একাধিক ভাবে আবেদন সংক্ষিপ্তভাবে রিজেক্ট করা হবে।
আবেদনের শেষ তারিখ - 15/12/2021 পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাল 5 টার মধ্যে।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
কোন মন্তব্য নেই: