রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ Duare Ration Prokalpo Recruitment 2021

পশ্চিমবঙ্গের জেলা থেকে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের যে বিভিন্ন জেলায় দুয়ারে রেশন দেওয়ার কথা হয়েছিল তারই বিভিন্ন কাজে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। যে সমস্ত জেলায় এ কর্মী নিয়োগ করা হবে তার আবেদন পদ্ধতি এবং কি পদে নিয়োগ হবে বিস্তারিত বিবরণ নিচে দেয়া হল । আগ্রহী আবেদনকারীরা এই আবেদনে আবেদন করতে পারবেন ঝারগাম জেলার অধীনে কর্মী নিয়োগ করা হবে। Duare Ration Prokalpo Recruitment

পদের নাম - অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর [ Additional Data Entry operator on contractual hiring basis for a period of 06 (six) months ]

বয়স - আবেদনকারীর বয়স 18 বছরের উপরে হতে হবে। বয়সের হিসাব করতে হবে 08/01/2021 তারিখের হিসাবে।

শিক্ষাগত যোগ্যতা - আবেদন করার জন্য প্রার্থীকে রাজ্যে কোন স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কোর্স করা থাকতে হবে।

Duare Ration Prokalpo Recruitment আবেদন পদ্ধতি - সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে। আবেদনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে সম্পূর্ণভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে, স্পিড পোষ্টের মাধ্যমে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা - Office Of The District Controller, Food & Supplies, Jhargram, At - Anandapally, P. O+P. S+Dist - Jhargram, Pin - 721507

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ - 21/12/2021

নিয়োগ স্থল - ঝাড়গ্রাম জেলায় নিয়োগ করা হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদনের সুবিধা হবে। 


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.