অনলাইন আবেদন করুন মৃত্যু সার্টিফিকেট এবং অনলাইন ডাউনলোড করুন Death Certificate Online Application Form Fill Up Process

রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন সুবিধা আমাদের সাধারণ মানুষের জন্য করে দিলো জন্ম সার্টিফিকেট সাথে সাথে অনলাইনে মৃত্যু সার্টিফিকেট বানানো যায় এবং সম্পূর্ন অনলাইনের মাধ্যমে হয় বিস্তারিত বিবরণ জানতে নিচের বিবৃতি গুলোর step-by-step পড়ুন। ঘরে বসেই আবেদন করা যাবে মৃত্যু সার্টিফিকেট খুবই কম সময়ের মধ্যে।

Death Certificate Online Application Form Fill Up Process 


নিম্নলিখিত আবেদন পদ্ধতি অনলাইনে Death Certificate :


1. আবেদনকারীকে প্রথমে WB Health এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Birth & Death Registration এ ক্লিক করতে হবে। 

2. এরপরে মেনুবারে ক্লিক করে Citizen Service এ ক্লিক করতে হবে। 

3. এরপর Death এ ক্লিক করে Apply For New Application এ ক্লিক করতে হবে, এরপর একটি মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে। 

4. এরপর আবেদনকারীকে যার মৃত্যু সার্টিফিকেট এর জন্য আবেদন করছে তার সাথে আবেদনকারীর কি সম্পর্ক তা বসাতে হবে। 


5. এরপর মৃত ব্যক্তির নাম, বয়স, মৃত্যু, কবে হয়েছে এবং তারিখ ও যে কোন ডকুমেন্টস যেমন (আধার কার্ড /ভোটার কার্ড/ রেশন কার্ড/) আপলোড করতে হবে। 

6. এবং মৃত ব্যক্তির কোন জায়গায় মৃত হয়েছে তা বসাতে হবে। 

7. এরপর মৃত ব্যক্তির বাবা ও মায়ের নাম বসাতে হবে এবং তাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন (আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড)। 

8. যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামী বা স্ত্রী এর নাম বসাতে হবে এবং তাদের যে কোন ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন (আধার কার্ড/ রেশন কার্ড /ভোটার কার্ড) বিয়ে না করে থাকলে, জায়গাটা ফাঁকা রাখলেও চলবে। 

9. মৃত ব্যক্তির মৃত্যুর সময় তার বসবাস উল্লেখ করতে হবে। 

10. এরপরে মৃত ব্যক্তির কোন ধর্মের এবং তার জীবিকা লিখতে হবে। 

11. এর পরে ডাক্তারের মৃত্যু সার্টিফিকেট আপলোড করেন এবং তাঁরই দিকে সাবমিট করুন। 

12. সব কাজটি সম্পন্ন হলে ঠিকঠাক ফিলাপ হলে একনলেজমেন্ট নাম্বার টি নোট করে নেবেন, এরপর Track Application এ ক্লিক করতে হবে। 

13. সার্টিফিকেট হয়েছে কিনা সেটি ডাউনলোড এ ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে।
 

২টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.