দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ, অনলাইন আবেদনের মাধ্যমে CSIR - Central Mechanical Engineering Research Institute New Recruitment 2021
CSIR - Central Mechanical Engineering Research Institute New Recruitment 2021
রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে বেশ কিছু পদে কর্মী নিয়োগ করা হবে দুর্গাপুর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটে। আগ্রহী প্রার্থীরা যত শীঘ্রই পারুন আবেদনটা করে ফেলবেন। ভারত বর্ষ তথা রাজ্যের যে কোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবে। রাজ্যের সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য একটি আনন্দ সংবাদ। বিস্তারিত বিবরণ নিচে দেয়া হল......CSIR - Central Mechanical Engineering Research Institute New Recruitment 2021 বিভিন্ন পদের নাম ও তার বিবরণ :
পদের নাম - মেকানিক্যাল /প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ( টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট)
মোট শূন্যপদ - 13 টি ( UR - 7, ST - 1, OBC - 4, EWS - 1)
শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মেকানিক্যাল /প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে এবং সঙ্গে 3D মডেলিং/ ম্যাচিং/ ড্রাফটিং/ মডেলিং/ CNC/ কাস্টিং ইত্যাদি ট্রেডে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড়পত্র পাবেন। প্রার্থীদের বয়স 20/12/2021 পর্যন্ত হিসাব করতে হবে।
মাসিক বেতন - 35,400 /- থেকে 1,12,400 /- টাকা এবং গ্রস পে 53,988 /- টাকা
পদের নাম - ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ( টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট)
মোট শূন্যপদ - 5 টি ( UR - 2, ST - 1, OBC - 1, EWS - 1)
শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং সিস্টেম ডিজাইন/ মাইক্রোকন্ট্রোলার/ সেন্সর/ ডিজাইন অফ সার্কিট/ এইসব ট্রেডে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড়পত্র পাবেন। প্রার্থীদের বয়স 20/12/2021 পর্যন্ত হিসাব করতে হবে।
মাসিক বেতন - 35,400 /- থেকে 1,12,400 /- টাকা এবং গ্রস পে 53,988 /- টাকা
পদের নাম - সিভিল ইঞ্জিনিয়ারিং ( টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট)
মোট শূন্যপদ - 2 টি ( UR - 1, OBC - 1)
শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড়পত্র পাবেন। প্রার্থীদের বয়স 20/12/2021 পর্যন্ত হিসাব করতে হবে।
মাসিক বেতন - 35,400 /- থেকে 1,12,400 /- টাকা এবং গ্রস পে 53,988 /- টাকা
পদের নাম - ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ( টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট)
মোট শূন্যপদ - 1 টি ( UR - 1)
শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড়পত্র পাবেন। প্রার্থীদের বয়স 20/12/2021 পর্যন্ত হিসাব করতে হবে।
মাসিক বেতন - 35,400 /- থেকে 1,12,400 /- টাকা এবং গ্রস পে 53,988 /- টাকা
পদের নাম - অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ( টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট)
মোট শূন্যপদ - 1 টি ( UR - 1)
শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং সঙ্গে ট্রাক্টর/ ভেইকেল/ ফিল্ড ইকুপমেন্ট, ইত্যাদি মেইনটেনেন্স এর কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড়পত্র পাবেন। প্রার্থীদের বয়স 20/12/2021 পর্যন্ত হিসাব করতে হবে।
মাসিক বেতন - 35,400 /- থেকে 1,12,400 /- টাকা এবং গ্রস পে 53,988 /- টাকা
CSIR - Central Mechanical Engineering Research Institute New Recruitment 2021
আবেদন পদ্ধতি - প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্দিষ্ট লিংকে গিয়ে, অন্যভাবে আবেদন কোনোভাবেই গ্রাহ্য করা হবে না।
** আবেদনের শেষ তারিখ - 20/12/2021, বিকেল 5 টা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
Join Now |
Apply Now |
কোন মন্তব্য নেই: