রাজ্যের কোচবিহার জেলায় বিটি কলেজে Group - C এবং Group - D পদে কর্মী নিয়োগ University B. T & Evening College Recruitment 2021 - 2022
University B. T & Evening College Recruitment 2021 - 2022
রাজ্যে নতুন করে বিটি কলেজের শিক্ষক পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কোচবিহার জেলার জন্য, আগ্রহী চাকরির্থীদের জন্য এটি একটি অত্যন্ত আনন্দ সংবাদ। প্রার্থীরা পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন পুরো আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে। বিস্তারিত বিবরণ জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন…
University B. T & Evening College Recruitment 2021 - 2022
আবেদনের জন্য বিভিন্ন পদ এবং তার বিস্তারিত বিবরণ….
পদের নাম (Group - C) - জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদের সংখ্যা - 2 টি
শিক্ষাগত যোগ্যতা - রাজ্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীকে এবং কম্পিউটারের এক বছরের কোর্স করা থাকতে হবে থাকতে হবে।
বয়স - প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC/ST দের জন্য 5 বছরে ছাড় এবং OBC দের জন্য 3 বছরের ছাড় দেয়া হবে সরকারি নিয়ম অনুসারে। প্রার্থীদের বয়স হিসাব করতে হবে 01/01/ 2021 পর্যন্ত ।
মাসিক বেতন - 7,200 /- থেকে 25,400 /- টাকা এবং গ্রস পে 3,300 /- টাকা ।
পদের নাম (Group - D) - লাইব্রেরী এটেনডেন্ট, পিয়ন, দারোয়ান, ইলেকট্রিশিয়ান, জুনিয়র জামাদার ইত্যাদি।
মোট শূন্য পদের সংখ্যা - 4 টি
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে কেবল মাত্র অষ্টম শ্রেণী পাস হলেই হবে এবং সঙ্গে কলেজ বা স্কুল জাতীয় এই সমস্ত কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC/ST দের জন্য 5 বছরে ছাড় এবং OBC দের জন্য 3 বছরের ছাড় দেয়া হবে সরকারি নিয়ম অনুসারে। প্রার্থীদের বয়স হিসাব করতে হবে 01/01/ 2021 পর্যন্ত ।
মাসিক বেতন - 5,400/- থেকে 18,600/- টাকা এবং গ্রস পে 1,800/- টাকা ।
University B. T & Evening College Recruitment 2021 - 2022 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি :
আবেদন পদ্ধতি - নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে পুরোটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে মরজি স্টেশন করতে হবে এবং যথাযথ ডকুমেন্ট সাবমিট করে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।
আবেদন ফি - Group - C এর আবেদনের জন্য 300/- টাকা এবং Group - D এর আবেদনের জন্য 250/- টাকা ।
University B. T & Evening College Recruitment 2021 - 2022 নিয়োগ পদ্ধতি -
অনলাইনে আবেদন করার পর প্রথম একটি লিখিত পরীক্ষা হবে এবং তার মেরিট লিস্ট প্রকাশ করার পর পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগটি হবে।
** আবেদনের শেষ তারিখ অনলাইনে 06/01/2022 পর্যন্ত।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
Join Now |
Apply Now |
কোন মন্তব্য নেই: