আমাদের রাজ্যে পুরুলিয়া জেলায় সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং অশিক্ষক পদে নতুন করে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে Bartar Saradamoni Mission Recruitment 2021. পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Bartar Saradamoni Mission Recruitment 2021.আবেদন পদ্ধতি এবং পদের নাম বিস্তারিত বিবরণ :
পদের নাম - অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হোস্টেল সুপারিনটেনডেন্ট
মোট শূন্যপদ - 6 টি
শিক্ষাগত যোগ্যতা -
1. গণিত বিষয়ের জন্য - অংকে স্নাতক হতে হবে এবং বি. এড থাকা আবশ্যক
2. ইংরেজি বিষয়ের জন্য - ইংরেজিতে স্নাতক হতে হবে এবং বি. এড থাকা আবশ্যক
3. ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য - ভৌত বিজ্ঞানে স্নাতক হতে হবে এবং বি. এড থাকা আবশ্যক
4. হোস্টেল সুপারিনটেনডেন্ট (পুরুষ) - থেকে যেকোন বোর্ড থেকে রাজ্যের যে কোন বিষয়ে স্নাতক হতে হবে।
5. হোস্টেল সুপারিনটেনডেন্ট (মহিলা) - থেকে যেকোন বোর্ড থেকে রাজ্যের যে কোন বিষয়ে স্নাতক হতে হবে।
বয়স - প্রার্থীদের বয়স সর্বনিম্ন 20 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন - 10,000 টাকা প্রতিমাসে
Bartar Saradamoni Mission Recruitment 2021 আবেদন পদ্ধতি আবেদন ফি বিস্তারিত বিবরণ:
আবেদন পদ্ধতি - আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং ইমেইলের মধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্রটি নির্দিষ্ট লিঙ্ক থেকে ডাউনলোড করে সেটি সম্পূর্ণ ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় ইমেইল করে দিতে হবে।
ইমেইল : saradamissionprl@gmail.com
আবেদন ফি - জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে, SC, ST, OBC প্রার্থীদের জন্য কোন আবেদন ফি দিতে হবে না।
Bartar Saradamoni Mission Board Recruitment High School 2021 নিয়োগ প্রক্রিয়া -
প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরবর্তীকালে ক্লাস ডেমোস্টেশন এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। নিয়োগটি contractual এর মাধ্যমে হবে পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গ।
তারিখ - আবেদনের শেষ তারিখ 01/12/2021 থেকে 15/ 12/2021 পর্যন্ত।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
কোন মন্তব্য নেই: