মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত শনিবার গোয়ায় প্রত্যেক মহিলা মহিলা কে আর্থিক সহায়তা করার বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে গৃহলক্ষী প্রকল্পের আওতায় মাসিক 5 হাজার টাকা করে রাজ্যের প্রতিটি মহিলাকে দেয়া হবে। বছরে 60 হাজার টাকা পাবেন রাজ্যের মহিলারা জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য কোন নির্দিষ্ট শর্ত নেই।
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীর একাউন্টে সরাসরি ওই টাকা পাঠাবে সরকার এমনটাই ঘোষণা করেছে জোড়া ফুল শিবির এর তরফ থেকে। এই প্রকল্পের জন্য একটি বিশেষ কার্ড দেয়া হবে গোয়ার প্রতিটি বাড়ি থেকে একজন মহিলার ওই কার্ডের জন্যে এপ্লাই করতে পারবেন।
আমাদের রাজ্যে একুশে নির্বাচনে বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যেমন সব মহিলারা 500 করে টাকা পেয়েছেন তেমনি এই প্রকল্পের সুবিধা গোয়ার প্রতিটি পরিবার পাবেন বলে দাবি করা হয়েছে। প্রতিটি পরিবারের একজন ভদ্রমহিলাকে মাসে 5000 টাকা দেয়া হবে।
গোয়ায় তৃণমূলের তরফ থেকে টুইট এ লেখা হয়েছে - প্রতিটি পরিবারের বার্ষিক আয় নিশ্চিত করতে গোয়ার তৃণমূল এই গৃহলক্ষী প্রকল্প চালু করবে। এই মাসিক সহায়তা প্রতিটি পরিবার পিছু একজন করে মহিলা পাবেন।
কোন মন্তব্য নেই: