রাজ্যে রূপশ্রী প্রকল্পের নাম আমরা সবাই জানি , আর এখন এই রূপশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । পশ্চিমবঙ্গে যে কোন জেলার বাসিন্দা চাইলে এখানে আবেদন করতে পারবেন । New West Bengal Rupashree Prakalpa Job Recruitment 2021
কি কি পদে আবেদন করা যাবে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কি বলা হয়েছে সমস্ত কিছুই নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো
প্রথম পদের নাম - একাউন্টেন্ট
টোটাল ভ্যাকান্সি - 6 টি
শিক্ষাগত যোগ্যতা: বিকম অনার্স না পাস করতে হবে সাজেক কম্পিউটারে এম এস অফিস এক্সেল টেলি এবং পাওয়ারপয়েন্ট এর কাজ জানতে হবে । এছাড়া যে কোনো সরকারি সংস্থার অথবা এনজিও সংস্থা তে মিনিমাম তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
বেতন - মাসিক 15 হাজার টাকা বেতন দেয়া হবে
দ্বিতীয় পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর
টোটাল ভ্যাকান্সি : 31 টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা গ্রাজুয়েশন পাস পড়াশোনা করতে হবে, সাথে মাইক্রোসফট অফিস এবং প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে।
এছাড়া যে কোনো সরকারি সংস্থা অথবা এনজিও থেকে কমপক্ষে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - প্রতি মাসে 11 হাজার টাকা করে বেতন দেয়া হবে
বয়স সীমা :
উপরে দেওয়া প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে 1/1/ 2021 তারিখের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সসীমা ছাড় পেয়ে যাবেন ।
কোথায় নিয়োগ করা হবে ?
মুর্শিদাবাদ জেলায় নিয়োগ করা হবে
কিভাবে আবেদন করবেন?
প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । নিচে দেওয়া নির্দিষ্ট ফর্ম টি ডাউনলোড করে প্রিন্ট করে সম্পূর্ণ সঠিক হবে ফিলাপ করে SDO অফিসে ড্রপবক্সে কে জমা করে আসতে হবে অথবা অডিনারি পোস্ট ও করতে পারেন ।
ফর্মের সাথে কি কি নথিপত্র লাগবে?
মাধ্যমিকের এডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট
কম্পিউটারের সার্টিফিকেট
কাস্ট সার্টিফিকেট যদি থাকে
দুটো পাসপোর্ট সাইজ ছবি
এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
দুটো সেল্ফ অ্যাটেস্টেড করার খাম সঙ্গে পোস্টাল স্ট্যাম্প
কিভাবে সিলেকশন করা হবে ?
প্রথমে লিখিত পরীক্ষা হবে পরে কম্পিউটারটির নেয়া হবে এবং তারপরে মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদন করার শেষ তারিখ কবে ?
প্রার্থীরা অফলাইন আবেদন করতে পারবে না 6 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে ।
Download Application Form - Download Now
Official Website - Visit Now
কোন মন্তব্য নেই: