West Bengal Group C Medical Staff Recruitment 2021 সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ- সি পদে সরকারি হসপিটালে কর্মী নিয়োগ
West Bengal Group C Medical Staff Recruitment 2021: Group C পদে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্যের যে কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতলে নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এবং পূর্বের প্রাপ্ত একাডেমিক নম্বর ও কম্পিউটার টেস্ট এর উপর ভিত্তি করে প্রার্থী নিয়োগ করা হবে।
West Bengal Group C Medical Staff Recruitment 2021 পদের নাম ও বিবরণ:
পদের নাম - কো-অর্ডিনেটর
মোট শূন্যপদ - 1 টি
বয়স - 21 থেকে 40 এর মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা গ্রাজুয়েট পাস অথবা হেলথকেয়ার মানেজমেন্ট থেকে পাস হতে হবে। প্রার্থীকে কম্পিউটারের এমএস অফিসে দক্ষ হতে হবে এবং দু'বছরের কোন সরকারি বা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - 45,000/- টাকা
পদের নাম - ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ - 1 টি
বয়স - 21 থেকে 40 হতে হবে
শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃতি বোর্ড থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে এবং কোন সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থায় 3 থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - 13,560/- টাকা
West Bengal Group C Medical Staff Recruitment 2021 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি -
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আলাদাভাবে কোন আবেদন করতে লাগবেনা।
West Bengal Group C Medical Staff Recruitment 2021 ইন্টারভিউ তারিখ এবং সময় -
6 ডিসেম্বর, 2021 সকাল 11 টা নাগাদ ইন্টারভিউ শুরু হবে
West Bengal Group C Medical Staff Recruitment 2021 ইন্টারভিউ স্থান -
কলেজ কাউন্সিল রুম ফার্স্ট ফ্লোর, DMGMCH, হাতুয়ারা, একাডেমিক ভবন।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: