পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এসডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিকটমেন্ট প্রকাশ পেয়েছে। ছয় মাসের চুক্তিতে নিয়োগ করা হবে এবং বিভিন্ন জেলার sub-divisional অফিসে নিয়োগ করা হবে প্রার্থীদের । ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা এপ্লাই করতে পারবেন । wb govt data entry operator job vacancy 2021
পদের নাম - Data Entry Operator (DEO)
মোট শূন্যপদ - ৪ টি
বয়স সীমা - আবেদনকারীর বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী হিসাব করতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে প্রার্থীকে থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে যে কোন শাখায় । এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন এ বেসিক কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপর কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের আলাদাভাবে অগ্রাধিকার দেওয়া হবে ।
স্যালারি - প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
বিভিন্ন অফিসে প্রার্থী নিয়োগ করা হবে নিচে অফিসের নাম দেওয়া হলো :-
- Office of the D.C (purba Bardhaman)
- Office of the S.C (Burdwan Sadar )
- Inspectorate office (Burdwan municipality)
- Inspectorate office (guskara municipality)
এখানে আবেদন কিভাবে করবেন?
অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে । শনিবার রবিবার এবং ছুটির দিন ছাড়া যেকোনো দিন পাখিরা ড্রপবক্সে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন।
আবেদনপত্র জমা করার ঠিকানা :-
Office of the sub divisional officer, Sadar north, purba Bardhaman
আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে ?
- Madhyamik examination admit card
- Residential certificate
- Graduation certificate with marksheet
- Computer application certificate
- And work experience certificate (if required)
নির্বাচন কীভাবে করা হবে ?
প্রথমত কম্পিউটার টেস্ট এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬/১১/২০২১ বিকাল 5:30 অবধি ।
আবেদনপত্র অফিশিয়াল নোটিশ ও কিছু গুরুত্বপূর্ণ লিংক নিচে দেওয়া হল 👇
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: