Uttar Dinajpur Duare Ration Prakalpa Data Entry Operator Vacancy

Duare Ration Prakalpa Data Entry Operator Vacancy : দুয়ারে রেশন প্রকল্পের নাম আমরা সবাই শুনেছি তো রাজ্যের দুরেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে এমনটা জানানো হয়েছিল এবং শুরু হয়ে গেল ইমেইলের মাধ্যমে আবেদন করা


মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্পে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। সরকারের খাদ্য দপ্তর এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোন জেলার বাসিন্দা হলেই এখানে আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে নিয়োগ করা হবে শূন্য পদ কী বলা হয়েছে যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কি আছে সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।

Duare Ration Prakalpa Data Entry Operator Vacancy Details

পোস্টের নাম - Data Entry Operator (DEO)

মোট শূন্যপদ - 16 টি

যোগ্যতা - যেকোনো বিষয়ে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস হতে হবে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন এ বিষয়ে জ্ঞান থাকতে হবে ও সার্টিফিকেট থাকতে হবে। 

বেতন - প্রতি মাসে 13000 টাকা করে বেতন দেয়া হবে। 

আবেদনকারীর বয়স 18 বছরের উর্ধ্বে হতে হবে ।


Duare Ration Data Entry Operator Post এ আবেদন করবেন কিভাবে ?

খুব সহজে অনলাইনে ইমেইল পাঠিয়ে আবেদন করতে হবে 

  1. প্রথমে একটি বায়ো ডাটা বানাতে হবে এবং সেটি প্রিন্ট আউট করে নিতে হবে
  2. তারপর বায়ো ডাটা তে পাসপোর্ট সাইজ ছবি সংযোগ করে সেলফ Attested করতে হবে। 
  3. তারপর সমস্ত নথিপত্র নিচে দেওয়া হয়েছে তার জেরক্স কপি তে সেল্ফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে নিচে দেওয়া ইমেইল আইডিতে পাঠাতে হবে 


Duare Ration Data Entry Operator Post কি কি ডকুমেন্টস লাগবে ?

  1. গ্রাজুয়েশন পাস এর মার্কশিট ও সার্টিফিকেট
  2. কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সার্টিফিকেট
  3. মাধ্যমিকের এডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে
  4. আধার কার্ড
  5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে


Duare Ration Data Entry Operator Post এ আবেদনের জন্য কোন ইমেইল আইডিতে ইমেইল পাঠাতে হবে ?


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.