Group - D Recruitment At Punjab National Bank 2021 রাজ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ

Group D Job Recruitment Notice at Punjab National Bank 2021


পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বেঙ্গলি তে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের জন্য এটি একটি আনন্দ সংবাদ। পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।Group - D Recruitment At Punjab National Bank 2021.

Group - D Recruitment At Punjab National Bank 2021 নোটিশ অনুযায়ী পদের নাম ও বিস্তৃত বিবরণ -

 
পদের নাম (Group - D) - সুইপার
মোট শূন্যপদ - 113 টি 
বয়স - আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে 01/07/2021 তারিখের হিসাবে। তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীভূক্ত প্রার্থীরা 5 বছর এবং ওবিসি শ্রেণীভূক্ত প্রার্থীরা 3  বছরের ছাড় পাবেন।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন।
বেতন - 9,560/- টাকা এবং সাথে অন্যান্য ভাতা পাবেন। 

Group - D Recruitment At Punjab National Bank 2021 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি - 


প্রার্থীদের অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। একটি সাদা কাগজে ফরমেট তৈরি করে আবেদনপত্রটি তৈরি করতে হবে। আবেদনপত্রটি ফিলাপ করে সেটিকে একটি সাদা খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রটি কেবল মাত্র রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রটির খামের উপর লিখতে হবে, 

Application for the post of PTS at Punjab National Bank -....................... ( Circle Name), Category (UR/SC/OBC/ST/PWD)

আবেদন পত্রের ফরমেট - একটি বায়ো ডাটা তৈরি করতে হবে যাতে প্রার্থীর নাম বাবার নাম ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা ক্যাটাগরি আধার কার্ড প্যান কার্ড নম্বর এবং এম্প্লয়মেন্ট কার্ড নম্বর যদি থাকে এবং পাসপোর্ট সাইজ ছবি সহ সমস্ত নথিপত্র সংযুক্ত করে পাঠাতে হবে। 

সংশ্লিষ্ট ডকুমেন্টস - 

1. মাধ্যমিকের এডমিট কার্ড
2. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
4. স্থানীয় বাসিন্দা প্রমাণপত্র
5. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড 
6. আধার কার্ড অথবা প্যান কার্ড
7. সদ্যতোলা 1 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো

রাজ্যের যেসব জেলায় কর্মী নিয়োগ করা হবে -

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে।

জেলা ভিত্তিক শূন্য পদ -

1. মুর্শিদাবাদ - 65 টি ( UR - 27, SC - 14, SC - 3, OBC - 16, EWS - 5)
2. পুরুলিয়া - 13 টি (UR - 5, SC - 2, SC - 1, OBC- 3, EWS - 1)
3. বাঁকুড়া - 19 টি (UR - 8, SC - 4, SC - 1, OBC - 4, EWS - 2)
4. বীরভূম - 16 টি 

আবেদনপত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা -  

1. বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষেত্রে - HRD Department, Circle Office Purulia, S. D. Ganguly Road, Rajabandh Para, Purulia - 723101, 

আবেদনপত্রটি পাঠানোর শেষ তারিখ হল 1st December 2021

2. মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে - Circle Head, Punjab National Bank, Murshidabad Circle Office, 26/11 Sahid Surya Sen Road, P. O. - Berhampur, Murshidabad / 742101

আবেদনপত্রটি পাঠানোর শেষ তারিখ হল 6th December 2021

3. বীরভূম জেলার ক্ষেত্রে - HDR Department, Circle Office Bardhaman, Police Line Bazar, Burdwan/ 713103

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হল 6th December 2021

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.