National Institute Of Homoeopathy Kolkata Job Recruitment 2021 গ্রুপ - সি পদে প্রার্থী নিয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি

 

National Institute Of Homoeopathy Kolkata Job Recruitment 2021 

কেন্দ্রীয় সরকারের গ্রুপ- সি পদে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে প্রার্থী নিয়োগের একটি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি কাজের নতুন সুযোগ আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য নিম্নলিখিত বিবরণ গুলি পড়বেন। প্রার্থীরা পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে আবেদন করতে পারে, উচ্চমাধ্যমিক পাস সহ বিভিন্ন যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হবে। বিস্তারিত বিবরণ নিচে দেয়া হল : 

National Institute Of Homoeopathy Kolkata Job Recruitment 2021 নোটিশ অনুযায়ী বিস্তারিত পদের নাম ও বিবরণ - 


পদের নাম - রেডিওগ্রাফার
মোট শূন্যপদ - 1 টি 
প্রার্থীর বয়স - 28 বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে রেডিওগ্রাফি নিয়ে ডিপ্লোমা কোর্স করে করা থাকতে হবে। প্রার্থীদের অতি অবশ্যই ন্যূনতম 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন - 9,300/- টাকা থেকে 34,800/- টাকা 

পদের নাম - নার্সিং সিস্টার ( গ্রেড 1)
মোট শূন্যপদ - 1 টি 
প্রার্থীর বয়স - 35 বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা - রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় BSC  নার্সিং এর তিন বছরের অভিজ্ঞতা  থাকতে হবে। প্রার্থীদের অতি অবশ্যই Ot তে মেডিকেল বা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 
মাসিক বেতন - 9,300/- টাকা থেকে 34,800/- টাকা 

পদের নাম - স্টাফ নার্স ( গ্রেড 2)
মোট শূন্যপদ - 6 টি 
প্রার্থীর বয়স - 30 বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীদের উচ্চমাধ্যমিকের পর GNM নার্সিং বা BSC নার্সিং কোর্স করা থাকতে হবে এবং কমপক্ষে কিছু  বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন - 5,200/- টাকা থেকে 20,200/- টাকা 


পদের নাম - জুনিয়র একাউন্টেন্ট
মোট শূন্যপদ - 2 টি 
প্রার্থীর বয়স - 28 বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীদের অতি অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে এবং স্বীকৃত কোন বোর্ড থেকে কমার্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং 1 মিনিটে ইংরেজি অথবা 30 টি হিন্দিতে লিখে দেখাতে হবে। 
মাসিক বেতন - 5,200/- টাকা থেকে 20,200/- টাকা 

পদের নাম - রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর
মোট শূন্যপদ - 2 টি
প্রার্থীর বয়স - 28 বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা - যেকোনো সেক্রিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ডিগ্রিসহ পাস হতে হবে এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।
মাসিক বেতন - 5,200/- টাকা থেকে 20,200/- টাকা 

National Institute Of Homoeopathy Kolkata Job Recruitment 2021 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি -


আবেদনটি কেবলমাত্র অফলাইনের মাধ্যমিক হবে। আবেদনপত্রটি সম্পূর্ণ ফিলাপ করে স্পিড পোস্ট এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রটি 24th ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে, 2021. 
আবেদন ফি - 1000 টাকা 

ঠিকানা - To The Director, National Institute Of Homoeopathy, Block - GE, Sector - 3, Salt Lake, Kolkata 700106.

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.