ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে নন-টেকনিক্যাল পদে আবারো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণ দেয়া হবে এবং কর্মী নিয়োগ করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সকল জেলার সকল বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম - টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস।
শূন্য পদের সংখ্যা - ৫২৭ টি [এর মধ্যে পশ্চিমবঙ্গে - ২৩৬টি, বিহার - ৬৮টি, উড়িষ্যা -৬৯টি, ঝাড়খন্ড -৩৫টি, আসাম -১১৯টি]
•ট্রেড এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে- ফিটার, ইলেকট্রিশিয়ান, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট ট্রেড মিলিয়ে মোট 90 টি পদ রয়েছে।
•টেকনিক্যাল এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে-মেকানিক্যাল,ইন্সট্রুমেনশন, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ট্রেড মিলে মোট ১৩৮ টি শূন্য পদ রয়েছে।
•ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেশারস)- ২ টি পদ।
•রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশারস)- ২ টি পদ।
•ডাটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার)- ২টি পদ।
•রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিল সার্টিফিকেট হোল্ডার)- ২টি পদ।
শিক্ষাগত যোগ্যতা -
- ট্রেড এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট শাখায় ITI পাশ।
- টেকনিক্যাল এপেন্ডস এর ক্ষেত্রে উক্ত বিষয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
- ডাটা এন্ট্রি অপারেটর এবং রিটেল সেলস এসোসিয়েট এর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য 30/10/2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি - আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.iocl.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সময় প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড, কালার ফটো এগুলি অবশ্যই কাছে রাখতে হবে। আবেদন করার সময় গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
প্রশিক্ষণের সময় সীমা - ডাটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে 15 মাস। রিটেল সেলস এসোসিয়েট ক্ষেত্রে 14 মাস। এবং অন্যান্য বাকি পথ গুলির জন্য 12 মাস।
স্টাইপেন্ড- অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী প্রার্থীদের প্রতিমাসে নির্দিষ্ট স্টাইপেন্ড দেয়া হবে।
নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। MCQ টাইপ প্রশ্ন হবে মোট 100 নম্বরের পরীক্ষা হবে 100 টি প্রশ্ন থাকবে।
আবেদন চলবে - ০৪/১২/২০২১
লিখিত পরীক্ষার তারিখ - ১৯/১২/২০২১
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: