রাজ্যে ডাটা এন্ট্রি পদে চাকরি মাসে ১৩০০০ টাকা বেতন Data Entry Operator Recruitment Notice

রাজ্যে আবারও খাদ্য ও সরবরাহ দপ্তর এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।


West Bengal Food Supply Data Entry Operator Recruitment 2021

পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর এর তরফ থেকে মেদিনীপুর জেলায় 32 জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন পোস্টটিকে মনোযোগ সহকারে পুরো পড়ুন-


•রিক্রুটমেন্ট বোর্ড- West Bengal Food Supply Department

•পদের নাম - Data Entry Operator

•মোট শূন্য পদের সংখ্যা - ৩২ টি

•কিভাবে আবেদন করতে পারবেন - অনলাইনের মাধ্যমে।

•আবেদন শুরুর তারিখ- ০২/১১/২০২১

•আবেদন শেষের তারিখ- ১৫/১১/২০২১

•কাজের প্রকার- Contractual Post

•State- West Bengal


•শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারী প্রার্থীকে যে কোন বিষয়ে স্নাতক (গ্রাজুয়েট) হতে হবে।

কম্পিউটারে Post Graduate Diploma In  Computer Application/B.Sc In Computer Science/DOEACC"A" এগুলির মধ্যে কিছু করা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন।

কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে।

•বয়স সীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের  ঊর্ধ্ব সীমার ছাড় পেয়ে যাবেন।


•বেতন- ১৩,০০০ টাকা থেকে বেতন শুরু হবে।


•নিয়োগ প্রক্রিয়া - এই পদে নিয়োগের জন্য নিয়োগ প্রক্রিয়া নোটিশে কিছু জানানো হয়নি আমি। আমাদের ওয়েবসাইটে নিচের দিকে নোটিশ ডাউনলোড লিংক দেয়া আছে ওখান থেকে আপনারা অফিশিয়াল নোটিশ টি ডাউনলোড করে নিতে পারবেন।


•আবেদন মূল্য - এই পদে আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবেনা।

[*আবেদনকারীকে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে।]


•কিভাবে আবেদন করবেন-

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট টি ওপেন করতে হবে।
  2. রিক্রুটমেন্ট "Recruitment" অপশনটিতে ক্লিক করতে হবে (নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে ক্লিক করেও আপনারা রিকুটমেন্ট যেতে পারেন)।
  3. ওখানে সমস্ত জরুরী তথ্য দেয়ার পর আপনার ছবি স্বাক্ষর করা ডকুমেন্টগুলি স্ক্যান করে সাবমিট করতে হবে।

নিচে সমস্ত জরুরি লিংক দেওয়া আছে অবশ্যই ওগুলি একবার চেক করে নেবেন👇👇👇

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

                

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.