রাজ্যে গ্রুপ ডি ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম - লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট কাম অফিস মাস্টার।
শূন্য পদের সংখ্যা - একটি।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে কাজ জানতে হবে (প্রিন্টারে কাজের দক্ষতা এবং মিনিটে ইংরেজি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
বেতন - এক্ষেত্রে প্রার্থীদের 13500 টাকা করে মাসিক বেতন দেয়া হবে। এবং বার্ষিক 3 শতাংশ হারে বেতন বাড়ানো হবে।
পদের নাম - লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার।
শূন্য পদের সংখ্যা - একটি।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে কাজ জানতে হবে (প্রিন্টারে কাজের দক্ষতা এবং মিনিটে ইংরেজি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে)।
বেতন - এক্ষেত্রে প্রার্থীদের 13500 টাকা করে মাসিক বেতন দেয়া হবে। এবং বার্ষিক 3 শতাংশ হারে বেতন বাড়ানো হবে।
পদের নাম - গ্রুপ ডি
শূন্য পদের সংখ্যা - একটি।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ।
বেতন - এক্ষেত্রে প্রার্থীদের 12000 টাকা করে মাসিক বেতন দেয়া হবে। এবং বার্ষিক 3 শতাংশ হারে বেতন বাড়ানো হবে।
আবেদনের জন্য বয়স সীমা - 1/1/2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের স্থান- মালদা জেলার সার্ভিস অথরিটিতে।
আবেদন পদ্ধতি - আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মালদা জেলার অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদনপত্র পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটেও নিচের দিকে লিংক দেওয়া রয়েছে ওখান থেকেও আপনারা মালদা জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্রটি ডাউনলোড করার পর সেটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে জরুরি কাগজপত্র গুলি যোগ করে নিম্নলিখিত ঠিকানায় পোস্ট করে দিতে হবে চাইলে আপনারা স্পিড পোস্ট বা কুরিয়ার ও করতে পারেন। আবেদনপত্রটি পৌঁছানোর শেষ তারিখ 15 ই নভেম্বর 2021।
আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা-
The Chairman, District Legal Service Authority, Malda, P.O & District- Malda, Pin-732101.
আবেদন মূল্য - গ্রুপ ডি পদে আবেদন করার জন্য 200 টাকা এবং বাকি পথ গুলির জন্য 300 টাকা আবেদন মূল্য নির্ধারিত করা হয়েছে। আবেদন মূল্য জমা করতে হবে নির্দিষ্ট একাউন্টে অ্যাকাউন্টটি হল
State Bank of India, Malda, A/C Name-District Legal Service Authority, A/C No- 40084182686, IFSC code- SBIN0000129.
কোন মন্তব্য নেই: