2021 Group - C Recruitment In Bank Of Baroda ব্যাঙ্ক অফ বরোদা তে গ্রুপ - সি পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর পর্যন্ত

2021 Group - C Recruitment  In Bank Of Baroda

ব্যাঙ্ক অফ বরোদা নতুন করে গ্রুপ সি গ্রুপে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে কর্মী এবং রাজ্যের যে কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন।

2021 Group - C Recruitment  In Bank Of Baroda পদের নাম ও বিবরণ - 


পদের নাম - ই ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার
মোট শূন্যপদ - 50 (UR - 19, SC - 8, ST - 4, OBC - 14, EWS - 5)
বয়স - প্রার্থীদের বয়স 23 থেকে 35 বছরের মধ্যে হতে হবে 01/11/2021 পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা - যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে প্রার্থীদের এবং ম্যানেজমেন্ট নিয়ে দু'বছরের ডিপ্লোমা / স্নাতকোত্তর ডিগ্রী রেগুলারিটি সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থীদের ওয়েলথ মানেজমেন্ট নিয়ে পাবলিক ব্যাংক অথবা প্রাইভেট ব্যাংক বা ফরেন ব্যাংক অথবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে লোকাল ভাষা জানাটা অত্যন্ত জরুরী।

পদের নাম - সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
মোট শূন্যপদ - 326 টি, (UR - 92, SC - 44, ST - 42, OBC - 101, EWS - 47)
বয়স - প্রার্থীদের বয়স 24 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা - যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে প্রার্থীদের এবং ম্যানেজমেন্ট নিয়ে দু'বছরের ডিপ্লোমা / স্নাতকোত্তর ডিগ্রী রেগুলারিটি সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থীদের ওয়েলথ মানেজমেন্ট নিয়ে পাবলিক ব্যাংক অথবা প্রাইভেট ব্যাংক বা ফরেন ব্যাংক অথবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে লোকাল ভাষা জানাটা অত্যন্ত জরুরী।

2021 Group - C Recruitment  In Bank Of Baroda নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি - 

প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার সঙ্গে রাখতে হবে। প্রার্থীর আবেদন করতে পারবেন www.bankofbaroda.co.in এই ওয়েবসাইটে এবং প্রার্থীদের সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে।


2021 Group - C Recruitment  In Bank Of Baroda নোটিশ অনুযায়ী আবেদন ফি - 

আবেদন ফি 600 টাকা জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য এবং মহিলা অন্যান্য প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা নির্ধারিত হয়েছে। 

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.