Asiatic Society Recruitment 2021 আবেদন ফি ছাড়াই গ্রুপ-বি এবং গ্রুপ- সি পদে এশিয়াটিক সোসাইটিতে কর্মী নিয়োগ

Asiatic Society Recruitment 2021 এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নতুন করে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ  করেছে। প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।


Asiatic Society Recruitment 2021 পদের নাম ও বিবরণ - 


পদের নাম (Group B) - অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 
মোট শূন্যপদ - 2
শিক্ষাগত যোগ্যতা - Master Degree in any Bachelors Degree in Lib. Science/Inf. Science.
বয়স - 32 এর মধ্যে হতে হবে 
বেতন - পে লেভেল 7 থেকে পে ম্যাট্রিক্স 7th পে কমিশনের মাধ্যমে দেয়া হবে

পদের নাম (Group C) - লোয়ার ডিভিশন ক্লার্ক 
মোট শূন্যপদ - 9
শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত কোন বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে টাইপিং সার্টিফিকেট থাকতে হবে। 
বয়স - 27 এর মধ্যে হতে হবে
বেতন - পে লেভেল 2 থেকে পে ম্যাট্রিক্স 7th পে কমিশন-এর মাধ্যমে দেওয়া হবে

পদের নাম (Group C) - Binder/Mender 
মোট শূন্যপদ - 5
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীদের যে কনো স্বীকৃতি বোর্ড থেকেঅষ্টম শ্রেণী পাস এবং কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাইন্ডিং কমার্শিয়াল অরগানাইজেশন - এ
বয়স - 27 এর মধ্যে হতে হবে
বেতন - পে লেভেল 2 থেকে পে ম্যাট্রিক্স 7th পে কমিশন-এর মাধ্যমে দেওয়া হবে

পদের নাম (Group C) - জুনিয়ার এটেনডেন্ট
মোট শূন্যপদ - 5
শিক্ষাগত যোগ্যতা - শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স - 32 এর মধ্যে হতে হবে
বেতন - পে লেভেল 1 থেকে পে ম্যাট্রিক্স 7th পে কমিশন - এর মাধ্যমে দেয়া হবে

Asiatic Society Recruitment 2021 আবেদন ফি - 

প্রার্থীদের থেকে কোন আবেদন ফি লাগবেনা। 

Asiatic Society Recruitment 2021 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি - 


আবেদন ফরম টি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে নির্দিষ্ট  ঠিকানায় জমা করতে হবে। 

আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা - 


General Secretary, The Asiatic Society, Park Street 1, Kolkata - 700016

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

আবেদন পত্র ডাউনলোড করুন


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.