সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের কলেজে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ West Bengal Government College Non - Teaching Staff Recruitment 2021.

West Bengal Government College Non - Teaching Staff Recruitment 2021.

সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে গ্রুপ ডি পদে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রার্থীরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে কোন লিখিত পরীক্ষা ছাড়াই। যেসব পদে নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি, বিশদ জানতে। West Bengal Government College Non - Teaching Staff Recruitment 2021.

পদের নাম - পিয়ন
মোট শূন্যপদ - 1
শিক্ষাগত যোগ্যতা - অষ্টম শ্রেণি পাস
বেতন - 4900/-  থেকে 16,200/-

পদের নাম -  Lab Attendant ( Geography) 
মোট শূন্যপদ - 1
শিক্ষাগত যোগ্যতা - অষ্টম শ্রেণী পাস
বেতন - 4900/-  থেকে 16,200/-
গ্রেড পে 1,700/- টাকা 


পদের নাম -  Lab Attendant ( Chemistry) 
মোট শূন্যপদ - 1
শিক্ষাগত যোগ্যতা - অষ্টম শ্রেণি পাস
বেতন - 4900/-  থেকে 16,200/-
গ্রেড পে 1,700/- টাকা 

Non - Teaching Staff Recruitment 2021 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি - 


প্রার্থীকে আবেদন করার জন্য আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে এবং সেটিকে নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে এবং সমস্ত নথি পত্র নিয়ে যেতে হবে। 
ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে আবেদন ফি বাবদ 150/- টাকা জমা করতে হবে। আবেদনপত্র আলাদা করে কোথাও পাঠাতে হবে না। 


ইন্টারভিউয়ের তারিখ -  5th December, 2021। সকাল 10 টা থেকে ইন্টারভিউ শুরু হবে।


Non - Teaching Staff Recruitment 2021 ইন্টারভিউ স্থান -  

Bankura Sammilani College, Bankura Westbengal. 


Non - Teaching Staff Recruitment 2021 নিয়োগের স্থান - 

নিয়োগ করা হবে খাতরা আদিবাসী মহাবিদ্যালয় ( Khatra Adibasi Mahavidyalaya )। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। 




গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.