আজকের এই পোস্টটিতে আপনারা জানতে পারবেন অক্টোবর মাসে এইট পাশ, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক পাশ, বা ডিগ্রী কোর্স থাকা শিক্ষাগত যোগ্যতায় কোন কোন চাকরির আবেদন আপনারা করতে পারবেন সবগুলির আপডেট এবং শট ডিটেইলস একসাথে পেয়ে যাবেন।
আপনাদের সুবিধার্থে এখানে এপ্লাই লিঙ্ক দেয়া হবে ওখান থেকে আপনারা ডাইরেক্ট এপ্লাই করতে পারবেন। সম্পূর্ণ ডিটেইলস জানতে পোস্টটিতে মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন।
1) রেলওয়ে ডিভিশনে প্রশিক্ষণ ও চাকরির বিজ্ঞপ্তি- হাওড়া শিয়ালদা কাঁচরাপাড়া লিলুয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে একাধিক পদে রেলওয়ে ডিভিশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন দেওয়া হবে।
মোট শূন্যপদ - 3366 টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং টেন 10+2 সিস্টেমে অন্তত 50% নাম্বার নিয়ে একটি না হতে হবে। এবং সংশ্লিষ্ট টেডের ওপর আইটিআই করা থাকতে হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ- 03/11/2021
কলকাতার ফোর্ট উইলিয়ামে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ-
মোট শূন্যপদ - 3366 টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা- প্রার্থীকে 18-25 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ- 30 দিনের মধ্যে।
পশ্চিমবঙ্গের দুটি পৌরসভায় মহিলা স্বাস্থ্য কর্মী নিয়োগ-
পদের নাম - হেলথ ওয়ার্কার।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা- প্রার্থীকে 30-40 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ- 26 শে অক্টোবর 2021।
আসাম রাইফেল এর নিয়োগ-
পদের নাম ক্লার্ক, রাইফেল ম্যান, সাফাই কর্মী, মেকানিক ইত্যাদি।
মোট শূন্যপদ- 1230 টি (পশ্চিমবঙ্গে 50 টি)।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা- প্রার্থীকে 18-23 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ- 25 শে অক্টোবর 2021।
5) কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ-
মোট শূন্যপদ - 3261 টি।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ হতে হবে।
বয়স সীমা- বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীকে 18-25, 18-27,18-30 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ- 25 শে অক্টোবর 2021।
আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে।
6) রাজ্য মিউনিসিপাল কর্পোরেশনের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ
পদের নাম - মজদুর, পিওন, হেলপার, এটেনডেন্ট ইত্যাদি।
মোট শূন্যপদ - 60 টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের পাশ হতে হবে।
বয়স সীমা- আর থেকে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ- 30 শে অক্টোবর 2021।
আবেদনটি ওফলাইনের মাধ্যমে করতে হবে।
বর্ধমান মিউনিসিপ্যালিটি তে স্বাস্থ্য কর্মী নিয়োগ
পদের নাম - হেলথ ওয়ার্কার।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা- প্রার্থীকে 30-40 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ- 26 শে অক্টোবর 2021।
প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য সিটেট (CTET) পরীক্ষার আবেদন করুন-
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ তার সঙ্গে d.el.ed পাস করা থাকতে হবে অথবা প্রার্থীকে স্নাতক পাস সাথে D.el.ed বা বিএড কোর্স করা থাকতে হবে।
বয়স - প্রার্থীকে অন্তত পক্ষে 17 বছর বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ - 19 শে অক্টোবর 2021।
রাজ্যে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ-
নিয়গ টি করবে রাজ্যের ডিসটিক লিগাল সার্ভিস অথরিটি।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ - 15 ই নভেম্বর 2021।
আবেদনটি অফলাইনের মাধ্যমে করতে হবে।
ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ-
প্রশিক্ষণের নাম - অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স - 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের শেষ তারিখ - 10 ই অক্টোবর 2021।
প্রতিমাসের একগুচ্ছ চাকরির খবর আপনারা প্রতি মাসের শুরু ও শেষে পেয়ে যাবেন , তাই অবশ্যই প্রতিদিন চোখ রাখুন Bong Edutech এর পাতায় ।
কোন মন্তব্য নেই: