রাজ্যে নতুন ডাটা এন্ট্রি অপারেটর রিকুটমন্ট নোটিশ প্রকাশ করা হয়েছে খাদ্য দপ্তর এর পক্ষ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে । এখানে প্রার্থীরা বিনা মূল্যে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে তা বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হলো
পদের নাম ও শূন্যপদের বিবরণ
১) ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ -18টি
২) কম্পিউটার অপারেটর
মোট শূন্যপদ - 2 টি
More Jobs :-
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?
- আবেদনকারীকে গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে ।
- এ ছাড়া কম্পিউটারে বেসিক জ্ঞান ও সার্টিফিকেট আবশ্যক
বয়স সীমা কি লাগবে ?
অফিসের নোটিশ এ বয়সের কোনো তথ্য দেয়া হয়নি তবে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হয়।
বেতন প্রতি মাসে
বেতনের সম্পর্কেও নোটিশে কোন তথ্য দেয়া হয়নি তবে মোটামুটি 13000 টাকা বেতন হয়ে থাক
প্রার্থী বাছাই প্রক্রিয়া
দুটি স্টেপে প্রার্থী বাছাই করা হবে-
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
আবেদন মূল্য কত ?
আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না ।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে -
- অফিসিয়াল অয়েবসিয়াটে প্রবেশ করতে হবে ।
- তারপর অনলাইন আবেদন এর লিঙ্ক এ ক্লিক করতে হবে ।
- নিজের ফটো ও সই স্কান করে আপলোড করতে হবে ।
- তার পর সাবমিট করতে হবে ।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
Apply
Now |
কোন মন্তব্য নেই: