রাজ্যে পৌরসভায় আবার নতুন স্বাস্থ্য কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এখানে কেবল মাত্র মহিলা প্রার্থী রা আবেদন করতে পারবেন । কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, কি কি প্রক্রিয়া করন আছে তা সমস্ত কিছুই নিচে বিস্তারিত ভাবে আলোচনা করে দেওয়া হল -
Name of the Post - Honorary Health Worker (HHW)
মোট শুন্যপদ - 40 টি
বয়সসীমা - আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে / প্রার্থীকে বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২১ তারিখের মধ্যে । তবে রাজ্যের SC/ST/OBC/PWD প্রার্থী দের ক্ষেত্রে বয়স সীমা রাখা হয়েছে ২২ থেকে ৪০ বছর ।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থী কে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে । সাথে বিবাহিতা / বিধবা / বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কেবল আবেদন করতে পারবেন ।
মাসিক বেতন - প্রতি মাসে ৪৫০০ টাকা করে বেতন প্রদান করা হবে ।
আবেদন কিভাবে করবেন ?
এখানে আবেদন প্রক্রিয়া আছে অফলাইন । আগ্রহি প্রার্থীকে নিচে দেওয়া লিঙ্ক থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট http://www.siligurismc.in থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করে সঠিক ভাবে ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস সংযোগ করে পানিহাটি মিউনিসাপিলিটি তে গিয়ে জমা করে আসতে হবে । যদি কেউ পোস্ট এর মাধ্যমে আবেদন পত্র পাঠায় তবে তা গ্রহন যোগ্য হবে না । আবেদন এর লাস্ট ডেট 03/Nov 2021 তারিখ ।
আবেদন পত্র কোথায় জমা দেবেন ?
To The Commissioner, Siliguri Municipal Corporation Baghajatin Road, Siliguri 734001
আবেদনের সময় কি কি নথিপ্ত্র জমা করতে হবে ?
নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলি জেরক্স করে শেল্ফ আটেস্টেড করে আবেদন পত্রের সাথে জমা করাতে হবে ।
- বয়সের প্রমান পত্র হিসাবে মাধ্যমিকের আডমিট কার্ড
- আধার কার্ড / ভোটার কার্ড / বা রেশন কার্ড
- মাধ্যমিকের রেজাল্ট
- কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )
- মারেজ সার্টিফিকেট বা আধার কার্ড বা ভোটার কার্ড যেখানে স্বামির নাম উল্লেখ করা আছে এমন একটি প্রমান পত্র ।
- স্বামির মৃত্যু হলে তার সংশাপত্র ( যদি প্রযোজ্য হয় )
- বিবাহ বিচ্ছিন্না হলে তার প্রমান পত্র ( যদি প্রযোজ্য হয় )
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: