রাজ্যে লিখিত পরীক্ষা ছাড়া ক্লার্ক ও পিয়ন নিয়োগ করা হচ্ছে আবেদন পত্র ডাউনলোড করুন

রাজ্যে সরকারী কলেজে নতুন গ্রুপ ডি ও ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এখানে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই Group D পদের নিয়োগ করা হবে । রাজ্যের যে কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন । ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারেন । কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই নিচে আলোচনা করা হল । 


পদের নাম ও যোগ্যতার বিবরণ 


পদের নাম - ক্লার্ক ( Group C ) 

শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে সাথে কম্পিউটার এর ওপর নলেজ থাকতে হবে । 

শুন্যপদ - ২ টি ( জেনারেল - ১ টি SC- ১ টি ) 


পদের নাম - লাইব্রেরী পিওন ( Group D ) 

শিক্ষাগত যোগ্যতা - প্রার্থী কে অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে । 

শুন্যপদ - ১ টি     (জেনারেল - ১)


পদের নাম - লাবেরটরি এটেন্ডেন্ট ( Group D ) 

শিক্ষাগত যোগ্যতা - প্রার্থী কে অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে । 

শুন্যপদ - ১ টি     ( SC- ১ টি ) 


বয়সসীমা - উপরের প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর । বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২১ হিসাবে । তবে SC/ST/OBC রা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন সরকারী নিয়ম অনুসারে । 


আবেদন মুল্য - ১০০ টাকা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে । রাজ্যের SC প্রার্থী দের ক্ষেত্রে কোন রকম আবেদন মুল্য লাগবে না । 

আবেদন মুল্য জমা দিতে হবে ডিম্যান্ড ড্রাফ্‌ট এর মাধ্যমে । Principal, Sailajananda Falguni Mahavidyala payble এই ঠিকানায় ১০০ টাকার একটি ডিম্যান্ড ড্রাফ্‌ট কেটে আবেদন পত্রের সাথে দিতে হবে । 


এখানে আবেদন কিভাবে করবেন ? 

আবেদন করতে হবে অফলাইনে । তবে Group C  পদের খেতের নিয়ম আলাদা ও Group D পদের ক্ষেত্রে আলাদা নিয়ম ।

Group C পদের ক্ষেত্রে একটি সাদা কাগজে আবেদন পত্র টাইপ করতে হবে বায়োডাটা  হিসাবে সাথে ২ কবি ছবি, ডিম্যান্ড ড্রাফ্‌ট ও  প্রয়োজনীয় নথিপ্ত্র শেল্ফ আটেস্টেড করে একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে রেজিস্টার পোস্ট বা স্পীড পোস্টের মাধ্যমে ২৬/১০/২০২১ তারিখের মধ্যে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Principal, Sailajananda Falguni smriti mahavidyalaya, PO - Khayrasole, Dist. - Birbhum , Pin - 731125

Group D পদের ক্ষেত্রে একই ভাবে আবেদন পত্র টাইপ করে বায়োডাটা হিসাবে সাথে ২ কবি ছবি, ডিম্যান্ড ড্রাফ্‌ট ও  প্রয়োজনীয় নথিপ্ত্র শেল্ফ আটেস্টেড করে একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে ইন্টার্ভিউ এর দিন কলেজের ঠিকানায় পউছে যেতে হবে । 

ইন্টারভিউ এর তারিখ ও সময় - ২৫/১১/২০২১ সকাল ৯.৩০ থেকে ১১ টার মধ্যে ।


প্রার্থী বাছাই প্রক্রিয়া - Group C পদের ক্ষেত্রে তিনটি ধাপে সিলেকশান করা হবে । 

  1. লিখিত পরীক্ষা - ১৫০ নম্বর 
  2. কম্পিউটার টেস্ট - ৫০ নম্বর
  3. ইন্টারভিউ - ২০ নম্বর 

Group D পদের ক্ষেত্রে শুধু মাত্র ইন্টারভিউ নেওয়া হবে । 


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.