Recruitment Board- Prafulla Chandra College বিজ্ঞপ্তি নম্বার - 07/PCC/2021-2021 মোট পদের সংখ্যা - একটি। নিয়োগ করা হবে- Walk in Interview এর মাধ্যমে। আবেদন শুরুর তারিখ - 21/09/2021 আবেদন এর শেষ তারিখ - 04/10/2021 ইন্টারভিউ এর তারিখ - 04/10/2021 স্থান- 23, 49, Gariahat Rd, Opposite Ram Khrishna Mission, Dhakuria, Kankulia, Kolkata, West Bengal 700029 |
শিক্ষাগত
যোগ্যতা - প্রার্থীকে ন্যূনতম এইট পাস হতে হবে। প্রার্থীকে নূন্যতম কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং প্রার্থীকে উক্ত বিষয়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকার প্রয়োজন।
বয়স
সীমা- আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
বেতন
- 4900 থেকে
16,200 টাকা এর সাথে 1700 টাকার
গ্রেড পে পেয়ে থাকবেন।
আবেদন
মূল্য- এই পদে আবেদনের
জন্য কোনরকম আবেদন মূল্য লাগবেনা।
[ বিশেষ দ্রষ্টব্য- প্রার্থীকে S.C (সিডিউল কাস্ট) হতে হবে]
নিয়োগ
পদ্ধতি- উপরোক্ত যোগ্যতা গুলি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। উপরোক্ত ইন্টারভিউয়ের দিন আপনাদের জরুরী ডকুমেন্টস এবং কাগজপত্র নিয়ে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে এবং সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই প্রার্থী
নিয়োগ করা হবে।
কিভাবে
আবেদন করবেন- ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে তার জরুরি ডকুমেন্ট আসল এবং জেরক্স কপি সহ নির্দিষ্ট সময়ে
ইন্টারভিউ রুমে পৌছে যেতে হবে।
জরুরী
ডকুমেন্ট- বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্র।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
কোন মন্তব্য নেই: