PM-Kisan Samman Nidhi Online Registration Process : PM Kisan Yojona কি এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু নিচে আলোচনা করা হল -
প্রথমত বলে রাখি PM Kisan বা প্রধান মন্ত্রি কিশান সম্মান নিধি যোজনা কৃষক দের জন্য । এই যোজনা তে অলাইনের মাধ্যমে আবেদন করা যায় । এবং খুব সহজেই তা সম্ভব । এখানে আবেদন করলে কৃষক রা বছরে ৬০০০ টাকা করে ব্যাংক আকাউন্টে পেয়ে থাকেন । মোট ৩ টি কিস্তি তে ভাগ করে এই টাকা কৃষক দের প্রদান করা হয় । তবে জানা গিয়েছে এই টাকার পরিমান এ বছর বারতে চলেছে , অর্থাৎ বছরে ২ হাজার টাকা করে কিস্তির জায়গায় ৪০০০ টাকা করে ৩ বার কিস্তি অর্থাৎ ১২০০০ টাকা বছরে দেওয়া হবে কৃষক দের ।
তবে PM-Kisan Samman Nidhi সুবিধা পাবার জন্য কৃষক দের প্রথম অনলাইনে রেজিস্ট্রেশান করতে হবে PM Kishan Online Registration । কেন্দ্র সরকার কিছু বছর আগেই এই প্রকল্প চালু করেছেন , তবে বর্তমানে এই প্রকল্পের রেজিস্ট্রেশান প্রক্রিয়াতে কিছু পরিবর্তন আনা হয়েছে । তাই এখানে কিভাবে রেজিস্ট্রেশান করবেন, কি কি ডকুমেন্ট লাগবে নিচে সমস্ত কিছু দেওয়া হল -
PM Kisan প্রধান মন্ত্রি কিশান সম্মান নিধি রেজিস্ট্রেশান প্রক্রিয়া অনলাইন স্টেপ ঃ-
- প্রথমত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং তারপর সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে
- এরপর নতুন পেজ ওপেন হবে সেখানে আধার কার্ডের নম্বর মোবাইল নম্বর এবং কোন রাজ্য থেকে আবেদন করা হয়েছে সেই রাজ্যের নাম বসিয়ে সেন্ড ওটিপি অপশন এ ক্লিক করতে হবে
- তারপর যে মোবাইল নম্বরটি দেয়া হবে সেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে চার সংখ্যার সেটি বসিয়ে সাবমিট করে দিতে হবে ।
- তারপর পরবর্তী পেজ আসবে এবং সেখানে রেজিস্ট্রেশন একটি ফর্ম থাকবে ।
- সেটি যথাযথভাবে ফরমটি ফিলাপ করতে হবে অর্থাৎ জেলার নাম ব্লকের নাম গ্রামের নাম নিজের নাম গার্জেন এর নাম রেশন কার্ডের নম্বর এবং ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার সমস্তকিছু বসিয়ে সঠিকভাবে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে।
- এবং তারপর তার নিচেই থাকে অবসানে জমির পরিমাণ উল্লেখ করতে হবে ও খতিয়ান নম্বর দাগ নম্বর ইত্যাদি বসিয়ে দিতে হবে ।
- তারপর বর্তমানে নতুন আপডেটে আরো কিছু অপশন দেয়া হয়েছে যেমন আধার কার্ড জমির কাগজ ব্যাংকের পাস বই এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে স্ক্যান করে।
- এরপর নিচে একটি ট্রাম এন্ড কন্ডিশন অপশন আসবে সেখানে টিক দিয়ে সাবমিট করে দিতে হবে ।
- এরপর আপনি একটি pm-kisan এর রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন এবং সেটি দিয়ে আপনি আপনার পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন pm-kisan এর অফিসার ওয়েবসাইটে প্রবেশ করে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?
PM-Kisan Samman Nidhi Online Registration Documents Required : প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন করার জন্য নিচে দেওয়া ডকুমেন্টগুলি অবশ্যই থাকতে হবে
- রেশন কার্ড
- আধার কার্ড
- বয়স কমপক্ষে 18 বছরের ওপরে হতে হবে
- নিজের নামে ব্যাংক একাউন্ট নাম্বার থাকতে হবে
- নিজের নামে জমির খতিয়ান থাকতে হবে এবং সেই খতিয়ান কম্পিউটারাইজড খতিয়ান হতে হবে
কোন মন্তব্য নেই: