ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের 183 জন মোট কর্মী নিয়োগ NFL Recruitment 2021



NATIONAL FERTILIZERS LIMITED ন্যাশনাল ফার্টিলাইজার্সে 183 জন non-executive কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। NFL Recruitment 2021

ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের 183 জন মোট কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং এটেনডেন্ট, এটেনডেন্ট, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, লোকো এটেনডেন্ট নিয়োগ করা হবে।
 
RECRUITMENT OF NON – EXECUTIVES (WORKERS) IN PRODUCTION, MECHANICAL, ELECTRICAL,INSTRUMENTATION, TRANSPORTATION & MARKETING DISCIPLINE 

বিজ্ঞপ্তি নম্বর 03/2021
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - 20/10/2021

যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেগুলি হল 
  • প্রোডাকশন 
  • মেকানিক্যাল
  • ইলেকট্রিক্যাল
  • ইন্সট্রুমেন্টেশন
  • ট্রান্সপোর্টেশন ও
  • মার্কেটিং 


বেতনসীমা - জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতন 23000 -56500 টাকা রাখা হয়েছে ।
এটেনডেন্ট ও লোকো এটেনডেন্ট পদের জন্য 21500-52000 টাকা বেতন রাখা হয়েছে ।
মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ পদের জন্য 24000-67000 টাকা বেতন প্রদান করা হবে। 

বয়স সীমা - 30 শে সেপ্টেম্বর 2021 তারিখ অনুযায়ী প্রার্থীকে বয়স হিসাব করতে হবে।  প্রতিটি প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।  তবে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ SC/ST/OBC প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুসারে। 

এখানে আবেদন কিভাবে করবেন ?

অনলাইন প্রক্রিয়াকরণের মাধ্যমে উপরোক্ত পদে আবেদন করা যাবে।
https://www.nationalfertilizers.com এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদনের জন্য ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক ।

আবেদনের শেষ তারিখ - 10 নভেম্বর 2021 তারিখ বিকাল 5 টা 30 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে । 

শিক্ষাগত যোগ্যতা - অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া হয়েছে আপনারা এখানে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে নিন। 

এছাড়া আবেদন সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে এই নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন ।





গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.