ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের 183 জন মোট কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং এটেনডেন্ট, এটেনডেন্ট, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, লোকো এটেনডেন্ট নিয়োগ করা হবে।
RECRUITMENT OF NON – EXECUTIVES (WORKERS) IN PRODUCTION, MECHANICAL,
ELECTRICAL,INSTRUMENTATION, TRANSPORTATION & MARKETING DISCIPLINE
বিজ্ঞপ্তি নম্বর 03/2021
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - 20/10/2021
যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেগুলি হল
- প্রোডাকশন
- মেকানিক্যাল
- ইলেকট্রিক্যাল
- ইন্সট্রুমেন্টেশন
- ট্রান্সপোর্টেশন ও
- মার্কেটিং
More Jobs :-
বেতনসীমা - জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতন 23000 -56500 টাকা রাখা হয়েছে ।
এটেনডেন্ট ও লোকো এটেনডেন্ট পদের জন্য 21500-52000 টাকা বেতন রাখা হয়েছে ।
মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ পদের জন্য 24000-67000 টাকা বেতন প্রদান করা হবে।
বয়স সীমা - 30 শে সেপ্টেম্বর 2021 তারিখ অনুযায়ী প্রার্থীকে বয়স হিসাব করতে হবে। প্রতিটি প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ SC/ST/OBC প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুসারে।
এখানে আবেদন কিভাবে করবেন ?
অনলাইন প্রক্রিয়াকরণের মাধ্যমে উপরোক্ত পদে আবেদন করা যাবে।
https://www.nationalfertilizers.com এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক ।
আবেদনের শেষ তারিখ - 10 নভেম্বর 2021 তারিখ বিকাল 5 টা 30 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে ।
শিক্ষাগত যোগ্যতা - অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া হয়েছে আপনারা এখানে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে নিন।
এছাড়া আবেদন সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে এই নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন ।
More Jobs :-
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: