অষ্টম শ্রেণী পাশে ক্লার্ক নিয়োগ আবেদন মুল্য শুন্য | Kolkata The Asiatic Society Job Recruitment 2021

Kolkata The Asiatic Society Job Recruitment: কলকাতা এশিয়াটিক সোসাইটিতে নতুন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবেনা। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে রিকুটমেন্ট চলছে এবং তাঁরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এশিয়াটিক সোসাইটি হল কেন্দ্র সরকারের সংস্কৃতিমন্ত্রীর অধীনে একটি স্ব-শাসিত অর্গানাইজেশন।  ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবে ছেলেমেয় উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন যেহেতু এশিয়াটিক সোসাইটি কলকাতায় অবস্থিত তাই নিয়োগের স্থান কলকাতাতেই হবে।  Kolkata The Asiatic Society Job Recruitment


পদের নাম - Assistant Librarian অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরী - Group B 

মোট শূন্যপদ - 2 টি

মোট বেতন - পেলে বেল 7 অনুযায়ী বেতন দেয়া হবে। 

বয়স সীমা - সর্বোচ্চ 32 বছরের মধ্যে এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন 

শিক্ষাগত যোগ্যতা - লাইব্রেরী সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রী অথবা ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকতে হবে। 


পদের নাম - LDC Lower Division Clerk লোয়ার ডিভিশন ক্লার্ক Group C

এখানে মোট শূন্যপদ - 9 টি

বেতন - পেয়ে লেভেল 2 অনুযায়ী বেতন প্রদান করা হবে 

বয়স - গ্রুপ-সি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এর ক্ষেত্রে সর্বোচ্চ 27 বছরের মধ্যে আবেদন করা যাবে। 

শিক্ষাগত যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটার জানতে হবে কম্পিউটার টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম - Junior Attendant জুনিয়ার এটেনডেন্ট

মোট শূন্যপদ - 5 টি

বেতন - পেয়ে level-1 অনুযায়ী বেতন দেয়া হবে 

বয়স - 32 বছর সর্বোচ্চ

শিক্ষাগত যোগ্যতা - অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এক্ষেত্রে আবেদন করা যাবে সাথে উল্লেখ পদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম - Binder/Mender  বাইন্ডার (Mender) Group C

শূন্য পদ - 1 টি

বেতন - পেয়ে লেভেল 2 অনুযায়ী বেতন প্রদান করা হবে ।

বয়স - 27 বছর সর্বোচ্চ 

শিক্ষাগত যোগ্যতা - অষ্টম শ্রেণী পাস সরকারি প্রেসে অন্তত কমপক্ষে পাঁচ বছরের বাইন্ডিং এর অভিজ্ঞতা থাকতে হবে। 


উপরের প্রতিটি পোস্টের জন্য সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় পেয়ে যাবেন।  ৩০/১১/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। 


এখানে কিভাবে আবেদন করবেন ?

এখানে আবেদন করতে হবে একটি নির্দিষ্ট ফরমেট অনুযায়ী কলকাতা এশিয়াটিক সোসাইটির অফিশিয়াল ওয়েবসাইটে একটি আবেদনপত্র দেয়া হয়েছে সেটি প্রথমে ডাউনলোড করতে হবে । (ডাউনলোড  লিংক নিচে পেয়ে যাবেন) তারপর যে পদের জন্য আবেদন করতে চাইছেন সেই পদের জন্য আবেদন পত্র ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে সঠিকভাবে ফিলাপ করতে হবে।  সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযোগ করে একটি খামের মধ্যে ভরে কলকাতা এশিয়াটিক সোসাইটি অর্থাৎ নিচে দেওয়া ঠিকানায় স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।  আবেদনপত্র পৌঁছানোর জন্য লাস্ট ডেট 30 শে নভেম্বর 2021 ।


আবেদনপত্রটি যে খামের মধ্যে ভরে পাঠাতে হবে তার উপরে লিখতে হবে - 

"Application for the post of...........................(যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম) against vacancy notice number. TASK/2021/01 DATED 08.10.2021"


আবেদনপত্র কোন ঠিকানায় পাঠাবেন ?

General secretary, the Asiatic society, 1 park Street, Kolkata 700016


Kolkata The Asiatic Society Job Recruitment  এ আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না। 


Kolkata The Asiatic Society Job Recruitment এ আবেদনের সঙ্গে কোন কোন ডকুমেন্টস দিতে হবে ?

  1. মাধ্যমিকের এডমিট কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে
  2. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
  3. সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন এর রেজাল্ট ও সার্টিফিকেট 
  4. আধার কার্ড
  5. কম্পিউটার সার্টিফিকেট
  6. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ( যদি থাকে)


প্রতিটি পদের জন্য আলাদা আলাদা Form দেওয়া হয়েছে সুতরাং নিচে থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন 👇👇👇


Kolkata The Asiatic Society Job Recruitment Assistant Librarian - Download Now

Kolkata The Asiatic Society Job Recruitment Lower Division Clerk - Download Now

Kolkata The Asiatic Society Job Recruitment Junior Attendant - Download Now

Kolkata The Asiatic Society Job Recruitment Binder/Mender - Download Now


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.