ভারতীয় আর্মি তে নতুন সেনা নিয়োগ অনলাইনে আবেদন শুরু হল


NCC যোগ্যতায় ভারতীয় আর্মি তে 55 জন পুরুষ মহিলা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে  

 

NCC স্পেশাল এন্ট্রি স্কিমে (একান্নতম কোর্স) NCC মেন NCC Women শাখায় অবিবাহিত 55 জন যুবক যুবতী নিয়োগ করা হবে  

 

শিক্ষাগত যোগ্যতা - যেকোনো বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।  সাথে এনসিসি তে (সি) সার্টিফিকেট (এনসিসি সিনিয়র ডিভিশন অন্তত দু' বছরের সার্ভিস ) থাকতে হবে এছাড়া যুদ্ধে নিহত সমরকর্মীর সন্তানদের ক্ষেত্রে এনসিসি  C সার্টিফিকেট না থাকলেও আবেদন করা যাবে

শারীরিক মাপজোক - ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার উচ্চতা এবং সবার ক্ষেত্রেই 42 কেজি ওজন হওয়া আবশ্যক এছাড়া শরীরে কোন ট্যাটু থাকলে তা গ্রাহ্য করা হবে না

 

মোট শূন্যপদ - NCC Men - 50 NCC এরমধ্যে যুদ্ধে নিহত সমর কর্মীদের সন্তানদের জন্য সংরক্ষিত আসন 5 টি 

NCC Women - 5 এরমধ্যে যুদ্ধে নিহত সমর কর্মীর সন্তানদের ক্ষেত্রে সংরক্ষিত 1 টি শূন্য পদ 

 

ট্রেনিংয়ের বিষয়বস্তু - মোট 49 সপ্তাহ ট্রেনিং চলবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে এই ট্রেনিং করানো হবে নিয়োগের পর প্রথমে সময়সীমা 6 মাস শর্ত ট্রেনিং চলাকালীন বিয়ে করা যাবে না ট্রেনিংয়ে উর্ত্তীন্ন সফল প্রার্থীদের ডিফেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে ডিগ্রী দেওয়া হবে

 

মাসিক বেতন এবং স্টাইপেন্ড - মূল বেতন প্রথমে লেফটেন্যান্ট ব্যাংকে মাসে 56100 থেকে  177500 টাকা এছাড়া অন্যান্য ভাতা দেওয়া হবে, পরবর্তী সময়ে বেতন বাড়ানো হবে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেয়া হবে 56100 টাকা

 

প্রার্থী বাছাই প্রক্রিয়া - এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে যোগ্য প্রার্থীদের এসএসবি ইন্টারভিউতে ডাকা হবে, এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে এলাহাবাদ, বেঙ্গালুরু,ভূপাল এবং কপূরথালাতে ইন্টারভিউ নেয়া হবে

কিভাবে এখানে আবেদন করবেন

https://www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে তারপর রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে সম্পূর্ণ আবেদনপত্রটি ফিলাপ করতে হবে আবেদনপত্র অনলাইনে ফিলাপ করা যাবে 3 নভেম্বর 20 21 তারিখ দুপুর তিনটে পর্যন্ত  ফরম ফিলাপ করা যাবে

 

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.