NCC যোগ্যতায়
ভারতীয় আর্মি তে 55 জন পুরুষ ও
মহিলা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।
NCC স্পেশাল
এন্ট্রি স্কিমে (একান্নতম কোর্স) এ NCC মেন ও NCC Women শাখায় অবিবাহিত 55 জন যুবক যুবতী
নিয়োগ করা হবে ।
শিক্ষাগত
যোগ্যতা - যেকোনো বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে। সাথে এনসিসি তে (সি) সার্টিফিকেট
(এনসিসি সিনিয়র ডিভিশন অন্তত দু' বছরের সার্ভিস ) থাকতে হবে এছাড়া যুদ্ধে নিহত সমরকর্মীর সন্তানদের ক্ষেত্রে এনসিসি C সার্টিফিকেট না থাকলেও আবেদন
করা যাবে ।
শারীরিক
মাপজোক - ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার উচ্চতা এবং সবার ক্ষেত্রেই 42 কেজি ওজন হওয়া আবশ্যক । এছাড়া শরীরে
কোন ট্যাটু থাকলে তা গ্রাহ্য করা
হবে না ।
মোট শূন্যপদ - NCC Men - 50 NCC এরমধ্যে যুদ্ধে নিহত সমর কর্মীদের সন্তানদের জন্য সংরক্ষিত আসন 5 টি
NCC Women - 5 এরমধ্যে যুদ্ধে নিহত সমর কর্মীর সন্তানদের ক্ষেত্রে সংরক্ষিত 1 টি শূন্য পদ
ট্রেনিংয়ের
বিষয়বস্তু - মোট 49 সপ্তাহ ট্রেনিং চলবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে এই ট্রেনিং করানো
হবে । নিয়োগের পর
প্রথমে সময়সীমা 6 মাস শর্ত ট্রেনিং চলাকালীন বিয়ে করা যাবে না । ট্রেনিংয়ে
উর্ত্তীন্ন সফল প্রার্থীদের ডিফেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে ডিগ্রী দেওয়া হবে ।
মাসিক
বেতন এবং স্টাইপেন্ড - মূল বেতন প্রথমে লেফটেন্যান্ট ব্যাংকে মাসে 56100 থেকে 177500 টাকা । এছাড়া অন্যান্য
ভাতা দেওয়া হবে, পরবর্তী সময়ে বেতন বাড়ানো হবে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেয়া হবে 56100 টাকা ।
প্রার্থী
বাছাই প্রক্রিয়া - এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে যোগ্য প্রার্থীদের এসএসবি ইন্টারভিউতে ডাকা হবে, এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে । এলাহাবাদ, বেঙ্গালুরু,ভূপাল এবং কপূরথালাতে ইন্টারভিউ নেয়া হবে ।
কিভাবে এখানে আবেদন করবেন?
https://www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে
নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে
প্রবেশ করে সম্পূর্ণ আবেদনপত্রটি ফিলাপ করতে হবে । আবেদনপত্র অনলাইনে
ফিলাপ করা যাবে 3 নভেম্বর 20 21 তারিখ দুপুর তিনটে পর্যন্ত ফরম ফিলাপ করা যাবে ।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: