আপনি কিভাবে সেখানে অনলাইনে আবেদন করবেন। এরজন্য নিচের ধাপ গুলো ফলো করুন…
Bank BC Id নিতে গেলে প্রথমে আপনাকে সেই ব্যাঙ্কে যেতে হবে ও সেই ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে কথা বলে সেই শর্ত পূরণ করতে হবে। শুধু তাই নয় এরজন্য Bank Manager আপনার কাছ থেকে চাইবে IIBF Exam Pass Certificate.
পোস্ট অফিসের CSP নিয়ে কাজ করুন
• IIBF Exam Pass Certificate কিভাবে পাবেন
১) প্রথমে আপনাকে IIBF এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে অর্থাৎ Indian Institute of Banking & Finance । ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হলো…
২) এরপর সোখানে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করতে হবে।
৩) সেখানে নাম,ঠিকানা বয়স, মোবাইল নাম্বার ও জিমেইল আইডি থেকে শুরু করে ফটো ও সিগনেচার আপলোড করার পাশাপাশি আপনার একটি ডকুমেন্টস আপলোড করতে হবে(Driving Licences/Pan Card/Passport) ।
৪) এরপর আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনে।
৫) আবেদন করার সময় আপনি যেই সেন্টার সিলেক্ট করবেন সখানে আপনার পরীক্ষা দিতে যেতে হবে অর্থাৎ নিকটবর্তী CSC Center এ।
কোন মন্তব্য নেই: