১১ টি ব্যাঙ্কে ৭৮৫৫ জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | IBPS exam form fill up 2021

Institute of banking personnel অর্থাৎ IBPS এর মাধ্যমে গোটা দেশজুড়ে মোট 11 টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের জন্য রিটেন এক্সাম ১১ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে যে কোন ভারতীয় নাগরিক হলেই এখানে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন । বিজ্ঞপ্তি নম্বর হলো CRP Clerks-XI,2022-23 IBPS exam form fill up 2021


মোট শূন্যপদ - সারাদেশে সব কয়টি ব্যাংক মিলিয়ে শূন্য পদ রয়েছে 7855 টি এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 516 টি (অসংরক্ষিত 193 , SC - 132, ST - 24, OBC- 114, EWS - 53 টি  শূন্য পদ রয়েছে)


শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে এ ছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে এছাড়া ল্যাঙ্গুয়েজ বলতে জানতে হবে । পশ্চিমবঙ্গে ইংলিশ বাংলা হিন্দিতে পরীক্ষা নেয়া হবে 


বয়স সীমা - আবেদনকারীর বয়স 20 থেকে 28 এর মধ্যে হতে হবে 1 জুলাই 2021 অনুযায়ী বয়স হিসাব করতে হবে । 


বেতন - 19990 থেকে 47920 টাকা বেসিক এবং সাথে অন্যান্য ভাতা দেওয়া হবে ।


পরীক্ষা কেমন হবে?

প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে মোট 100 নম্বরের সময় থাকবে ১ ঘন্টা 


তারপর মেন পরীক্ষা নেয়া হবে মোট 200 নম্বর সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট 



এখানে আবেদন কিভাবে করবেন ?

আবেদনকারী অনলাইন এখানে আবেদন করতে পারবেন আগামী 27 শে অক্টোবর 2021 তারিখে রেজিস্ট্রেশন করতে হবে । যারা 12 থেকে 14 ই জুলাই এর মধ্যে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করতে আর হবে না অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। 


আবেদন মূল্য - জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য 850 টাকা এছাড়া এসসি এসটি প্রার্থীদের জন্য 175 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.