Institute of banking personnel অর্থাৎ IBPS এর মাধ্যমে গোটা দেশজুড়ে মোট 11 টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের জন্য রিটেন এক্সাম ১১ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে যে কোন ভারতীয় নাগরিক হলেই এখানে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন । বিজ্ঞপ্তি নম্বর হলো CRP Clerks-XI,2022-23 IBPS exam form fill up 2021
মোট শূন্যপদ - সারাদেশে সব কয়টি ব্যাংক মিলিয়ে শূন্য পদ রয়েছে 7855 টি এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 516 টি (অসংরক্ষিত 193 , SC - 132, ST - 24, OBC- 114, EWS - 53 টি শূন্য পদ রয়েছে)
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে এ ছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে এছাড়া ল্যাঙ্গুয়েজ বলতে জানতে হবে । পশ্চিমবঙ্গে ইংলিশ বাংলা হিন্দিতে পরীক্ষা নেয়া হবে
বয়স সীমা - আবেদনকারীর বয়স 20 থেকে 28 এর মধ্যে হতে হবে 1 জুলাই 2021 অনুযায়ী বয়স হিসাব করতে হবে ।
বেতন - 19990 থেকে 47920 টাকা বেসিক এবং সাথে অন্যান্য ভাতা দেওয়া হবে ।
পরীক্ষা কেমন হবে?
প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে মোট 100 নম্বরের সময় থাকবে ১ ঘন্টা
তারপর মেন পরীক্ষা নেয়া হবে মোট 200 নম্বর সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট
এখানে আবেদন কিভাবে করবেন ?
আবেদনকারী অনলাইন এখানে আবেদন করতে পারবেন আগামী 27 শে অক্টোবর 2021 তারিখে রেজিস্ট্রেশন করতে হবে । যারা 12 থেকে 14 ই জুলাই এর মধ্যে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করতে আর হবে না অনলাইনে আবেদন ফি জমা করা যাবে।
আবেদন মূল্য - জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য 850 টাকা এছাড়া এসসি এসটি প্রার্থীদের জন্য 175 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: