পদের নাম ও শুন্যপদের
বিবরন
পদের নাম (যে বিষয়ে ট্রেনিং দেওয়া হবে)- এ্যাপ্রেনটিসশিপ।
মোট শূন্য পদের সংখ্যা- ৪১০৩ টি [ GEN-১৬৪৫, SC-৬২০, ST-৩১০, OBC-১১১৩, EWS -৪১৫ ]
ট্রেডের নাম- এসি মেকানিক, ডিজেল মেকানিক, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, পে, MMW,MMTM
বয়স সীমা- আবেদন করার জন্য প্রার্থীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে 4 অক্টোবর 2021 এর মধ্যে।
সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়স আমার সর্বোচ্চ ছাড় পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীদের আবেদন করার জন্য অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। এবং 10+2 স্কেলে উচ্চ মাধ্যমিক পাশ,উচ্চমাধ্যমিকে কমপক্ষে 50% নাম্বার নিয়ে পাশ করতে হবে। এর সাথে এন NCVT বা SCVT অনুমোদিত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) পাশ করা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি - লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই প্রার্থী নিয়োগ করা হবে এর জন্য শুধুমাত্র একাডেমিক স্কোরের ওপর নির্ভর করা হবে। মাধ্যমিক এবং আইটিআই এর প্রাপ্ত নাম্বার এর ওপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে।
আবেদন পদ্ধতি - আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে প্রার্থীরা scr.indianrailways.gov.in ওয়েবসাইডে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করবার সময় আবেদনকারীর সমস্ত জরুরী তথ্য পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার আপলোড করতে হবে।আবেদন করার জন্য আবেদনকারীর নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি থাকা জরুরি।
আবেদন মূল্য - অনলাইনে আবেদন করার জন্য 100 টাকা আবেদন মূল্য লাগবে। এইটা কাটি আপনারা debit card, credit card, net banking, SBI ATM card, SBI UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
SC/ST/PH/Women প্রার্থীদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবেনা।
আবেদন শুরুর তারিখ - 04/10/2021
আবেদনের শেষ তারিখ -03/11/2021
স্টাইপেন্ড- অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়ম অনুযায়ী প্রার্থীদের প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: