What is Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) Health card ?
আয়ুষ্মান ভারত হল স্বাস্থ্য পরিষেবা প্রদানের সেক্টরাল এবং সেগমেন্টেড পদ্ধতি থেকে একটি বিস্তৃত প্রয়োজন-ভিত্তিক স্বাস্থ্যসেবা পরিষেবাতে যাওয়ার একটি প্রচেষ্টা। এই স্কিমের লক্ষ্য হল প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরে স্বাস্থ্যসেবা ব্যবস্থা (প্রতিরোধ, প্রচার এবং অ্যাম্বুলারি কেয়ার কভার করা) সামগ্রিকভাবে মোকাবেলা করার জন্য পাথ ব্রেকিং হস্তক্ষেপ গ্রহণ করা। আয়ুষ্মান ভারত দুটি আন্ত -সম্পর্কিত উপাদান নিয়ে গঠিত একটি ধারাবাহিক যত্ন পদ্ধতি অবলম্বন করে, যা হল -
- Health and Wellness Centers (HWCs)
- Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)
National Digital Health Mission (ABDM) এর লক্ষ্য দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য অবকাঠামোকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় মেরুদণ্ড গড়ে তোলা। এটি ডিজিটাল হাইওয়েগুলির মাধ্যমে স্বাস্থ্যসেবা বাস্তুতন্ত্রের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে বিদ্যমান ব্যবধানটি পূরণ করবে।
কিভাবে PMJAY Health Card এই কার্ডটি পাবেন দেখে নিন PMJAY Health Card Registration process
- প্রথমে https://pmjay.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপর মেইন মেনু অপশন থেকে Portal অপশন এ ক্লিক করে beneficiary identification system (BIS) option এ ক্লিক করতে হবে ।
- এরপর নেক্সট পেজ এ মেনু থেকে download Ayushman card এই অপশনে ক্লিক করতে হবে ।
- একটি ফরম ওপেন হবে এবং এই পেজে আধার কার্ডের নাম্বার রাজ্যের নাম ও PMJAY অপসন সিলেক্ট করে সাবমিট করতে হবে ।
- তারপর মোবাইল একটি ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে দিতে হবে ।
- তারপর ডাউনলোড অপশন আসবে আপনারা কার্ড ডাউনলোড করে রাখতে পারেন।
গুরুত্বপূর্ণ কিছু লিংক :-
PMJAY Website :- Visit Now
PMJAY Beneficiary Name List Check:- Click Here
PMJAY Card Download Direct Link:- Click Here
কোন মন্তব্য নেই: