India Post Payments Bank Individual Business Correspondents Recruitment : ব্যাংকিং সেবা প্রদানের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে বিজনেস করেসপন্ডেন্ট (বিসি) হিসেবে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে ।
গোটা ভারতবর্ষে সমস্ত সাধারণ মানুষের কাছে এটি একটি দারুন সুযোগ । কারণ ভারতীয় ডাক বিভাগ এই সুযোগটি প্রতিটি বাসিন্দার জন্য নিয়ে এসেছে। যে কোন সাধারণ মানুষ ভারতীয় ডাক বিভাগে কাজের মাধ্যমে মাসিক উপার্জন করতে পারবেন এবারে। ভারতীয় ডাক বিভাগের আওতায় থাকা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা IPPB ।
গ্রামীণ পোস্ট অফিসে বিসনেস করেসপন্ডেন্ট নিয়োগ এর সমস্ত বিষয় বস্তু আলোচনা
ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি রাজ্যের প্রতিটি পোস্ট অফিসে বিসনেস কোচ পদে নিয়োগ করা হবে। প্রতিটি পোস্ট অফিসে কিন্তু বেশিরভাগ গ্রামঅঞ্চলে অবস্থিত তাই গ্রামের মানুষদের সমস্ত রকম আর্থিক পরিষেবা সুযোগ সুবিধা করার জন্য একমাত্র ভরসা গ্রামীণ পোস্ট অফিস এবার গ্রামগুলিতে জনসংখ্যা অনেক বেশি তাই সময়মত পরিষেবা পাওয়া যায় না সাধারণত মানুষ খুব চিন্তায় থাকে এনিয়ে তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংক আইপিপিবি এই বিসনেস করেস্পন্দেন্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
পদের নাম - বিজনেস করসপন্ডেন্ট ( Business Correspondents )
কারা আবেদন করতে পারবেন ?
এখানে যে কোন প্রার্থীর আবেদন করতে পারবেন যেমন :-
- Individuals retired bank employees, retired teachers, retired government employees and ex-servicemen.
- Individual Public Call Office (PCO) operators.
- Individual owners of Kirana stores/medical/fair price shops etc.
- Agents of Small Savings schemes of Government of India (GoI) / insurance companies,
- Individual petrol pump owners.
- Individuals operating Common Service Centers (CSCs).
- Individuals running Browsing Centers/Eateries.
- Authorized functionaries of well-run Self Help Groups (SHGs) which are linked to banks.
- Similar other entities
সুতরাং এটি কে কাজে লাগিয়ে প্রতিটি যুবক যুবতী অর্থ উপার্জনের একটি আওতায় আসতে পারবে ।
ইনকাম কিভাবে হবে ?
যেমন সার্ভিস দেওয়া হবে তার ওপর নির্ভর করে উল্লেখ্য পদের কমিশন ভিত্তিতে ইনকাম দেওয়া হবে ।
তবে ভারতীয় ডাক বিভাগের যে সমস্ত এজেন্টরা আছেন তারাও এই সুবিধা নিতে পারেন, আইপিপিবি উচ্চ পদাধিকারীরা মতে সম্পূর্ণ আধার লিঙ্ক প্রক্রিয়ার মাধ্যমেই মানুষের কাছেই পরিষেবা দেয়া হবে ।
কিভাবে আবেদন করবেন ?
উপরে দেওয়া যোগ্যতা যদি আপনাদের ম্যাচ করে তবে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি ফিলাপ করে আপনাদের রাজ্যের নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
BUSINESS CORRESPONDENT APPLICATION FORM
কোথায় কোথায় ব্রাঞ্চ আছে রাজ্যভিত্তিক দেখে নিন - ক্লিক করুন
আবেদনপত্রটি ডাউনলোড করুন - ক্লিক করুন
কোন মন্তব্য নেই: