সিউড়ি মিউনিসিপ্যালিটি রিকুটমেন্ট 2021 (Suri Municipality Recruitment 2021)- এ মাধ্যমিক পাশের যোগ্যতাতেই বীরভূমের প্রার্থীরা বীরভূম এর সিউড়ি মিউনিসিপ্যালিটিতে কাজের সুযোগ পাবেন।
সিউড়ি মিউনিসিপ্যালিটি হনোরারি হেলথ রিক্রুটমেন্ট ( Suri municipality Honorary Health Worker Recruitment )-এ আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি ,মাসিক বেতন, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানানো হবে এই পোস্টের মাধ্যমে।
পদের নাম |
Honorary Heath Worker (HHW) |
মোট শূন্যপদ |
5 টি |
আবেদন পদ্ধতি |
Offline |
Starting Date |
20/09/2021 |
Last Date |
26/10/2021 |
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীরা মাধ্যমিক পাস হলেই আবেদন করতেে পারবেন।
বয়স সীমা- (As On 1/1/2021)- ৩০ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং SC এবং STদের ক্ষেত্রে বয়সের শুরু ২২ বছর থেকে।
মাসিক বেতন ( Per Month)- ৪৫০০ টাকা ।
নিয়োগ পদ্ধতি- আবেদনের ওপর ভিত্তিতে প্রার্থী বাছাই করা এবং অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফি - আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য নেই।
আবেদন পদ্ধতি- বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিচে দেওয়া আবেদন ফর্ম প্রিন্ট করে পূরণ করে আবেদন করতে হবে। এবং সেটি নিজে গিয়ে সিউড়ি মিউনিসিপ্যালিটির তে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
কোন মন্তব্য নেই: