Birbhum Suri Municipality Job Recruitment Notice

সিউড়ি মিউনিসিপ্যালিটি রিকুটমেন্ট 2021 (Suri Municipality Recruitment 2021)- এ মাধ্যমিক পাশের যোগ্যতাতেই  বীরভূমের প্রার্থীরা বীরভূম এর সিউড়ি মিউনিসিপ্যালিটিতে কাজের সুযোগ পাবেন।


সিউড়ি মিউনিসিপ্যালিটি হনোরারি হেলথ রিক্রুটমেন্ট ( Suri municipality Honorary Health Worker Recruitment )-এ আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি ,মাসিক বেতন, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানানো হবে এই পোস্টের মাধ্যমে। 


পদের নাম

Honorary Heath Worker (HHW)

মোট শূন্যপদ

টি

আবেদন পদ্ধতি

Offline

Starting Date

20/09/2021

Last Date

26/10/2021

 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীরা মাধ্যমিক পাস হলেই আবেদন করতেে পারবেন।


বয়স সীমা- (As On 1/1/2021)৩০ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং SC এবং STদের ক্ষেত্রে বয়সের শুরু ২২ বছর থেকে।

মাসিক বেতন ( Per Month)- ৪৫০০ টাকা ।

নিয়োগ পদ্ধতি- আবেদনের ওপর ভিত্তিতে প্রার্থী বাছাই করা এবং অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন ফি - আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য নেই।


আবেদন পদ্ধতি- বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিচে দেওয়া আবেদন ফর্ম প্রিন্ট করে পূরণ করে আবেদন করতে হবে। এবং সেটি নিজে গিয়ে সিউড়ি মিউনিসিপ্যালিটির তে জমা করতে হবে।


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.