West Bengal Health Worker Recruitment 2021
পদের নাম- হেলথ ওয়ার্কার. (HHW)
শূন্য পদের সংখ্যা - 38 টি।
S.C- 9 টি, S.T- 2, OBC-A-4 টি,OBC-B-4 টি, UR-19 টি
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং প্রার্থীকে বিধবা/ বিবাহিত /বিবাহ বিচ্ছিন্নতা থাকতে হবে।
অষ্টম শ্রেনী পাশ যোগ্যতায় চাকরি - Click Here
বয়স- 01/01/2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
OBC,PWD,SC,ST দের জন্য কমপক্ষে 22 বছর বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি - আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.malda.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন।
আবেদনপত্রটি পোস্ট করব ঠিকানা -
ইংলিশবাজার মিউনিসিপ্যালিটির ড্রপবক্স এ আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে আসতে হবে। ডাক বিভাগ বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিলে সেটি গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ - 30/09/2021 তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
কোন মন্তব্য নেই: