West Bengal Group-D Recruitment 2021- West Bengal Contractual Staff Recruitment 2021

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মালদা জেলায় স্টাফ নিয়োগ হতে চলেছে (Contractual staff in the District Legal Services Authority, Malda, West Bengal) । পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছেলে এবং মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

West Bengal Contractual Staff Recruitment 2021 এই পোষ্টের জন্য আবেদন করাার আগে  পুরো বিজ্ঞপ্তিটি ভালোভাাবে পড়িনিন।

পদের নাম -
  1. Lower Division Assistant-Cum-Accountant-cum-officer-Master 
  2. Lower Division Assistant-Cum-Cashier
  3. Group-D

আবেদনের তারিখ - আবেদনটি চলবে 14/09/2021 থেকে 15/11/2021 তারিখ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা - 

LDA-Cum-officer-Master & LDA-Cum Cashier: প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তা ছাড়াও কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট এবং মিনিটে অন্তত কুড়িটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।


Group-D: পদে প্রার্থী কে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

মোট পদের সংখ্যা - মোট 3 টি শূন্য পদ রয়েছে। প্রত্যেকটি পদের জন্য 1 টি করে শূন্য পদ রয়েছে।

বয়স - 01/01/2021 তারিক অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে।

বেতন - LDA-Cum-officer-Master & LDA-Cum Cashier পদের জন্য জন্য প্রতি মাসে 13500 টাকা

এবং গ্রুপ ডি পদে প্রার্থী মাসিক বেতন 12,000 টাকা।

পরীক্ষা পদ্ধতি-

আবেদন করার পর উভয় পদগুলির জন্য দুটি করে ভাগে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং ইণ্টারভিউ এবং তার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রথম ভাগে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সেখান থেকে চূড়ান্ত প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদন মূল্য- 

  • LDA-Cum-officer-Master & LDA-Cum Cashier এর জন্য 300 টাকা।
  • গ্রুপ ডি পদের জন্য 200 টাকা আবেদন মূল্য লাগবে।

অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন মূল্যটি স্টেট ব্যাংক এর নির্দিষ্ট একাউন্ট নাম্বারে জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি-অফলাইনে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটি পূরণ করে নোটিসে বলা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর 2021। 

ফরম ফিলাপ করে কোন ঠিকানায় পাঠাবেন ?

Office of the Chairman, District Legal Service Authority,Malda

আবেদনপত্রের সঙ্গে কি কি নথিপত্র জমা দিতে হবে ?

  1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও রেজাল্ট
  2. পাসপোর্ট সাইজ কালার ছবি ।
  3. সেল্ফ অ্যাটেস্টেড করা এবং পোস্টাল স্টাম্প লাগানো একটি খাম ।

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.