West Bengal DM Office Recruitment 2021 |জেলা পরিষদে এইট পাস যোগ্যতায় একাধিক কর্মী নিয়োগ।

চাকরির পরীক্ষার্থী দেব জন্য সুখবর পশ্চিমবঙ্গ ডিসটিক ম্যাজিস্ট্রেট অফিসের বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগবিধি করা হবে হাওড়া জেলার ডিএম অফিসে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দারাই(ছেলে এবং মেয়ে উভয়) এপ্লাই করতে পারবেন। নিয়মটি করা হবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিট এর তরফ থেকে। আবেদন পদ্ধতি কি হতে চলেছে বয়স সীমা আবেদন মূল্য যোগ্যতা বিস্তারিত জানতে পড়ুন-

বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে হাজার 19শে অক্টোবর 2021 তারিখে।
বিজ্ঞপ্তি নাম্বার - 275/DCPS/HOW
আবেদনের সময়সীমা- 24/08/2021 থেকে 13/09/2021 পর্যন্ত আবেদন চলবে।


পদের নাম - ম্যানেজার (মহিলা)
শূন্য পদের সংখ্যা - একটি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে সাইকোলজিতে স্নাতক হতে হবে।
বয়স সীমা- আবেদনকারীকে 01/07/ 2021 তারিখ অনুযায়ী 23থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকাাারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে।
বেতন - এই পদের জন্য আপনারা 19 হাজার 250 টাকা বেতন পাবেন।


পদের নাম - সোশ্যাল ওয়ার্কার (মহিলা)
শূন্য পদের সংখ্যা - একটি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে সাইকোলজিতে বাাা সোশ্যাল ওয়ার্ক এ স্নাতক হতে হবে।
বয়স সীমা- আবেদনকারীকে 01/07/ 2021 তারিখ অনুযায়ী 23থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকাাারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে।
বেতন - এই পদের জন্য আপনারা 15 হাজার 440 টাকা বেতন পাবেন।




পদের নাম- Ayah (মহিলা)
শূন্য পদের সংখ্যা - একটি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে। আর সংশ্লিষ্ট বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবে।
বয়স সীমা- আবেদনকারীকে 01/07/ 2021 তারিখ অনুযায়ী 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকাাারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে।
বেতন - এই পদের জন্য আপনারা 12 হাজার টাকা বেতন পাবেন।


পদের নাম- চৌকিদার (পুরুষ)
শূন্য পদের সংখ্যা - একটি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। আর সংশ্লিষ্ট বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবে।
বয়স সীমা- আবেদনকারীকে 01/07/ 2021 তারিখ অনুযায়ী 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকাাারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে।
বেতন - এই পদের জন্য আপনারা 12 হাজার টাকা বেতন পাবেন।



আবেদন পদ্ধতি - আবেদনকারীরাা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই আবেদন করতেে পারবেন। www.howrahjilaporisad.in এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 13 /09 /2021।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি- শিক্ষাগত নথিপত্র বা এডুকেশন সার্টিফিকেট, ভোটার কার্ডড বা আধার কার্ড, অভিজ্ঞতা থাকলে তার শংসাপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট।

নিয়োগ প্রক্রিয়া - লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।


আবেদন মূল্য - কোনরকম আবেদন মূল্য লাগবেনা।

Official Notice - Download Now
Official Website - Visit Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.