পশ্চিমবঙ্গের sub-divisional অফিসে নতুন কর্মী নিয়োগের নোটিশ বেরিয়েছে নিয়োগ করা হবে ব্লক লেভেল ফ্যাসিলেটর বা BLF পদে। এক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সের কথা কি বলা হয়েছে আবেদন কিভাবে করবেন সমস্ত কিছু নিচে step-by-step আলোচনা করা হলো।
পদের নাম - BLF ( ব্লক লেভেল ফ্যাসিলেটর)
মোট শূন্যপদ- ১ টি
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে কোন রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা সঙ্গে মাইনোরিটি কালচার মাদ্রাসা এবং Wakf Matters সম্পর্কে দক্ষতা থাকতে হবে সাথে সোশ্যাল সেক্টরে ২ বছর ( দুই বছরের ) কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ।
বয়স - আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী।
বেতন - প্রতি মাসে 10000 টাকা এবং অন্যান্য খরচ হিসাবে 5000 টাকা মোট 15 হাজার টাকা বেতন দেওয়া হবে
এখানে আবেদন কিভাবে করবেন ?
এখানে আবেদন প্রক্রিয়া রাখা হয়েছে অফলাইন ।
আগ্রহী প্রার্থীরা সাদা কাগজে আবেদনটি টাইপ করে , প্রিন্ট করে সাব ডিভিশনাল অফিস এর ড্রপবক্সে নির্দিষ্ট তারিখের আগে যেকোনো ওয়ার্কিং দিনে জমা দিয়ে আসতে হবে । আবেদনপত্র ডাউনলোডের লিংক নিচে দেওয়া হল ।
কোথায় নিয়োগ করা হবে ?
কর্মী নিয়োগ করা হবে নদীয়া জেলার তেহট্ট - 2 নং ব্লকে । তবে আবেদনকারীকে অবশ্যই ওই ব্লক এলাকার বাসিন্দা হতে হবে।
আবেদনের শেষ তারিখ - ০৪/১০/২০২১ বিকাল 5 টা পর্যন্ত।
আবেদনের সঙ্গে কি কি নথিপত্র লাগবে ?
আবেদনপত্রের সঙ্গে নিচে দেওয়া ডকুমেন্টগুলো জমা করাতে হবে -
- সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজ কালার ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও রেজাল্ট
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- সেল্ফ অ্যাটেস্টেড করা দুটো স্টাম্প এনভেলোপ
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
কোন মন্তব্য নেই: