রাজ্যে পৌরসভায় নতুন স্বাস্থ্য কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । এখানে কেবল মাত্র মহিলা প্রার্থী রা আবেদন করতে পারবেন । কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, কি কি প্রক্রিয়া করন আছে তা সমস্ত কিছুই নিচে বিস্তারিত ভাবে আলোচনা করে দেওয়া হল -
Name of the Post - Honorary Health Worker (HHW)
মোট শুন্যপদ - ১৭০ টি
বয়সসীমা - আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে / প্রার্থীকে বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২১ তারিখের মধ্যে । তবে রাজ্যের SC/ST/OBC/PWD প্রার্থী দের ক্ষেত্রে বয়স সীমা রাখা হয়েছে ২২ থেকে ৪০ বছর ।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থী কে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে । সাথে বিবাহিতা / বিধবা / বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কেবল আবেদন করতে পারবেন ।
মাসিক বেতন - প্রতি মাসে ৪৫০০ টাকা করে বেতন প্রদান করা হবে ।
WBP পুলিশ কনস্টেবল পরীক্ষার উত্তর পত্র - Download Now
আবেদন কিভাবে করবেন ?
এখানে আবেদন প্রক্রিয়া আছে অফলাইন । আগ্রহি প্রার্থীকে নিচে দেওয়া লিঙ্ক থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করে সঠিক ভাবে ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস সংযোগ করে পানিহাটি মিউনিসাপিলিটি তে গিয়ে জমা করে আসতে হবে । যদি কেউ পোস্ট এর মাধ্যমে আবেদন পত্র পাঠায় তবে তা গ্রহন যোগ্য হবে না । আবেদন এর লাস্ট ডেট ২৬/১০/২০২১ তারিখ ।
কোথায় নিয়োগ করা হবে ?
প্রার্থী নির্বাচিত হলে তাকে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভায় নিয়োগ করা হবে । তবে আবেদন কারি কে অবশ্যই পানিহাটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আবেদনের সময় কি কি নথিপ্ত্র জমা করতে হবে ?
নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলি জেরক্স করে শেল্ফ আটেস্টেড করে আবেদন পত্রের সাথে জমা করাতে হবে ।
- বয়সের প্রমান পত্র হিসাবে মাধ্যমিকের আডমিট কার্ড
- আধার কার্ড / ভোটার কার্ড / বা রেশন কার্ড
- মাধ্যমিকের রেজাল্ট
- কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )
- মারেজ সার্টিফিকেট বা আধার কার্ড বা ভোটার কার্ড যেখানে স্বামির নাম উল্লেখ করা আছে এমন একটি প্রমান পত্র ।
- স্বামির মৃত্যু হলে তার সংশাপত্র ( যদি প্রযোজ্য হয় )
- বিবাহ বিচ্ছিন্না হলে তার প্রমান পত্র ( যদি প্রযোজ্য হয় )
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
কোন মন্তব্য নেই: