ভারতীয় রেলের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।দক্ষিণ পূর্ব মধ্য রেলের বিলাসপুর বিভাগে দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এর অধীনে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা প্রার্থীরা শূন্যপদের বিবরণে আগ্রহী এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন তারা বিজ্ঞপ্তিটি পড়তে এবং অনলাইনে আবেদন করতে পারেন। আপনারা যদি ভারতীয় রেলে কাজের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে পোস্টটি পুরো পড়ুন-
পোস্টের নাম- South East Central Railway Trade Apprentice Online Form 2021
পোস্ট টি প্রকাশের তারিখ- 09/09/2021
মোট শূন্যপদ- 432 টি
আবেদনের পদ্ধতি এবং তারিখ-
অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হবে 11/09/2021 আবেদন চলবে 10/10/2021 তারিখ রাত বারোটা পর্যন্ত।
বয়স - 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে।
রিজার্ভ ক্যান্ডিডেটেরা (SC/ST/OBC) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের 10 ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা 10+2 সিস্টেম বা এর সমতুল্য, আইটিআই (প্রাসঙ্গিক ট্রেড) করা থাকতে হবে।
শুন্যপদের বিবরন
Bilaspur Division
1) COPA - 90 টি
2) Stenographer (English) -15 টি
3) Stenographer (Hindi) - 15 টি
4) Fitter -125 টি
5 ) Electrician - 40 টি
6 ) Wireman - 25 টি
7) Electronic Mechanic - 06 টি
8) RAC Mechanic - 15 টি
9 )Welder - 20 টি
10) Plumber - 04 টি
11) Painter - 10 টি
12) Carpenter - 13 টি
13) Machinist - 05 টি
14) Turner - 05 টি
15) Sheet Metal Worker 05 টি
16) Draughtman/ Civil - 04 টি
17 Gas Cutter - 20 টি
18) Dresser - 02 টি
19) Medical Laboratory Technician Pathology - 03 টি
20) Medical Laboratory
Technician Cardiology - 02 টি
21) Mechanic Medical equipment
for hospitals and occupational
health centre - 01 টি
22) Dental Lab technician- 02 টি
23) Physiotherapy Technician - 02 টি
24) Hospital Waste Management
Technician - 01 টি
25) Radiology Technician - 02 টি
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
কোন মন্তব্য নেই: