অষ্টম শ্রেণী পাশেই রাজ্যে এর উত্তর দমদম মিউনিসিপ্যালিটিতে (North Dum Dum Municipality Recruitment 2021) কাজের সুযোগ।
পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করতে পারবেন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা।
Group D দমদম মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট (Group-D Dum Dum Municipality Recruitment 2021)-এর উত্তর দমদম মিউনিসিপ্যালিটি তে আবেদন পদ্ধতি, শিক্ষাগতযোগ্যতা, বয়স সীমা ,মাসিক বেতন, মোট শূন্যপদ সমস্ত কিছু আজ আপনাদেরকে বিস্তারিত জানাবো।
পদের নাম- মজদুর,পিয়ন,অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, জিডিএ
মোট শূন্যপদ-60 টি
আবেদন পদ্ধতি- Offline
Starting Date- 15/09/2021
Last Date- 30/10/2021
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন এবং তার সাথে অতি অবশ্যই বাংলা লিখতে পড়তে ও জানতে হবে।
বয়স সীমা (As On 1/1/2021)- 18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারে। সরকারি নিয়ম অনুসারে তপশিল জাতি ও উপজাতিদের বয়সের ছাড় আছে।
মাসিক বেতন ( Per Month)-17000 টাকা।
আবেদন পদ্ধতি- আবেদনের উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফি- জেনারেল এবং OBC প্রার্থীদের 250 টাকা এবং তপশীল জাতি ও উপজাতিদের জন্যয 100 টাকা
আবেদন পদ্ধতি- আবেদন ফর্ম পূরণ করে নির্দিষ্ট একটি পদে আবেদন করে উত্তর দমদম পৌরসভার লেটার বক্সে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Basirhat a hobe job ta
উত্তরমুছুন