নর্থ দমদম মিউনিসাপিলিটি তে নতুন কর্মী নিয়োগ বেতন মাসে ১৭০০০ টাকা

অষ্টম শ্রেণী পাশেই রাজ্যে এর উত্তর দমদম মিউনিসিপ্যালিটিতে (North Dum Dum Municipality Recruitment 2021) কাজের সুযোগ। 


পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করতে পারবেন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা।


Group D দমদম মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট (Group-D Dum Dum Municipality Recruitment 2021)-এর উত্তর দমদম মিউনিসিপ্যালিটি তে আবেদন পদ্ধতি, শিক্ষাগতযোগ্যতা, বয়স সীমা ,মাসিক বেতন, মোট শূন্যপদ সমস্ত কিছু আজ আপনাদেরকে বিস্তারিত জানাবো। 


পদের নাম-  মজদুর,পিয়ন,অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, জিডিএ 

মোট শূন্যপদ-60 টি

আবেদন পদ্ধতি- Offline

Starting Date- 15/09/2021

Last Date- 30/10/2021


শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন এবং তার সাথে অতি অবশ্যই বাংলা লিখতে পড়তে ও জানতে হবে।

বয়স সীমা (As On 1/1/2021)- 18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারে। সরকারি নিয়ম অনুসারে তপশিল জাতি ও উপজাতিদের বয়সের ছাড় আছে।


মাসিক বেতন ( Per Month)-17000 টাকা।


আবেদন পদ্ধতি- আবেদনের উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।


আবেদন ফি-  জেনারেল এবং OBC প্রার্থীদের 250 টাকা এবং তপশীল জাতি ও উপজাতিদের জন্যয 100 টাকা


আবেদন পদ্ধতি- আবেদন ফর্ম পূরণ করে নির্দিষ্ট একটি পদে আবেদন করে উত্তর দমদম পৌরসভার লেটার বক্সে জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Apply Now

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.