Kalimpong District Recruitment 2021- Apply For LDC,Counsellor Posts


মাধ্যমিক পাশ যোগ্যতাতেই ও তার সাথে কম্পিউটার জানা থাকলে রাজ্য সরকারের Kalimpong  District এ চাকরির সুযোগ। Women and Child Development and Social Welfare Recruitment Board। পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করতে পারবেন।



Kalimpong District LDC,Counsellor Recruitment 2021-আবেদনের বয়সসীমা,শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি,নিয়োগ পদ্ধতি,বেতন, মোট শূন্যপদ,আবেদন করার শেষ দিন ইত্যাদি সম্পর্কে আপনারা জানতে পারবেন।


তাই এই Recruitment of staff of Juvenile Justice Board, Kalimpong নিয়োগে  আবেদন করার আগে সম্পূর্ণ  পোস্টটি মনযোগ সহকারে পড়ে নিজে পড়ে নিন।



Recruitment Board- WBCDWDSW

বিজ্ঞপ্তি নম্বর : 413/DCPU/KPG/2021

পদের নাম: LDC, (Bench Clerk), Counsellor

মোট পদের সংখ্যা: 05 টি।

আবেদন প্রক্রিয়া: Offline এর মাধ্যমে করা হবে।

আবেদন শুরুর তারিখ: 22/09/2021

আবেদনের শেষ তারিখ: 07/10/2021

কাজের প্রকারভেদ: Contractual posts(কন্টাকচুয়াল)



কর্মস্থান: Kalimpong (কালিংপং)

রাজ্য: West Bengal(পশ্চিমবঙ্গ)

LDC: মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটার জানতে হবে।


কাউন্সিলর:  পদের জন্য সাইকোলজি নিয়ে স্নাতক হতে হবে। 

বয়স- 07/10/2021 তারিিক অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

বেতন- 13500 টাকা প্রতি মাসে। 

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা,কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। পরপর উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে। প্রার্থীকে 2 বছরের চুক্তির  ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

এই ব্যাপারে বিজ্ঞপ্তিতে বলা নেই।

আবেদন প্রক্রিয়া-

বিজ্ঞপ্তিতে থেকে আবেদন ফর্ম ডাউঁনলোড করতে হবে। সেটি ফিলাপ করে,    মস্ত ডকুমেন্ট সহযোগে পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে কালিম্পং-এ child development বিভাগের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর নির্দিষ্ট ঠিকানায় (Office of the District Child Protection Unit, Office of the District Magistrate, Old Hotel Chimal, Ringkingpong Road, Kalimpong-73430L. )। 


আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 07/10/2021. 


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.