Habra Municipality Recruitment 2021(For HHW Posts) | হাবরা মিউনিসিপালিটি তে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ

রাজ্য সরকারের তরফ থেকে হাবরায় নতুন করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে চুক্তিভিত্তিক ভাবে স্বেচ্ছাসেবী স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।



North 24 Parganas Hononary Health Worker Recruitment 2021 - এ আবেদনের বয়সসীমা,শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি,নিয়োগ পদ্ধতি,বেতন, মোট শূন্যপদ,আবেদন করার শেষ দিন পুরো বিস্তারিত জানতে মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন-


পদের নাম - Honorary Health Worker

মোট শূন্যপদ এর সংখ্যা - একটি

আবেদন পদ্ধতি- অফলাইনে এর মাধ্যমে

আবেদন শুরুর তারিখ- 15/09/2021

আবেদনের শেষ তারিখ- 09/10/2021

কাজের ঠিকানা- হাবরা, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ

শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে।


বয়স - 07/10/2021 তারিক অনুযায়ী প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।


* Spacial Note-  হাবরা পৌরসভার বাসিন্দা হলেই এখানে আবেদন করা যাবে। এবং আবেদনকারীকে বিবাহিতা/ বিবাহ বিচ্ছিন্না / বিধবা হতে হবে।


আবেদন মূল্য - আবেদন করার জন্য কোনরকম চার্জ লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।


বেতন - 4500 টাকা প্রতি মাস।



আবেদন পদ্ধতি- অফিশিয়াল নোটিসের আবেদন ফর্ম ডাউনলোড করে নিজেরা সেটি পূরণ করে জমা করতে হবে নোটিসে বলা  হাবরা পৌরসভাতে। আবেদন ফর্মের সাথে অবশ্যই প্রয়োজনীয় নথীগুলি জমা করুন।  আবেদন জমা করার শেষ তারিখ 09/10/2021 তারিখ। 

অফিশিয়াল ওয়েবসাইট - ক্লিক করুন

অফিশিয়াল নোটিশ - ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.